অসাধারণ ফিচার, 12050mAh ব্যাটারি সহ লঞ্চ হল Vivo Pad 5 Pro ও Vivo Pad SE ট্যাবলেট

ভিভো গতকাল রাতে X সিরিজের স্মার্টফোনের পাশাপাশি Vivo Pad 5 Pro এবং Vivo Pad SE নামে দুটি ট্যাবলেট লঞ্চ করেছে। এরমধ্যে প্রো মডেলটি মিড রেঞ্জে এবং এসই মডেলটি বাজেট রেঞ্জে এসেছে। ফলে এদের ফিচারের মধ্যে পার্থক্য দেখা যাবে। আপাতত ট্যাবলেট দুটি চীনে লঞ্চ হয়েছে। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Pad 5 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো প্যাড ৫ প্রো ট্যাবে আছে ১৩ ইঞ্চি 3.1K LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এটি ১৬ জিবি LPDDR5x র‌্যাম এবং ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ৫ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য ভিভো প্যাড ৫ প্রো ডিভাইসে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১২০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, ইউএসবি টাইপ সি ও NFC সাপোর্ট সহ এসেছে। এতে ৮টি স্পিকার পাওয়া যাবে।

Vivo Pad 5 Pro এর দাম

ভিভো প্যাড ৫ প্রো এর দাম শুরু হয়েছে ২৯৯৯ ইউয়ান থেকে (প্রায় ৩৫,০৮০ টাকা)।

Vivo Pad SE এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো প্যাড এসই এর সামনে দেখা যাবে ১২.৩ ইঞ্চি 2.5K ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ সহ এসেছে। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর।

ফটোগ্রাফির জন্য এর সামনে ও পিছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ভিভো প্যাড এসই অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ৫ কাস্টম স্কিনে চলবে এবং এতে আছে ৮৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Vivo Pad SE এর দাম

ভিভো প্যাড এসই এর প্রারম্ভিক মূল্য ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৬৮৫ টাকা) রাখা হয়েছে।