আপনার আইফোন আছে? তাহলে পাবেন গুগলের একটি নতুন ফিচার “Circle to Search”। সম্প্রতি এই ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য লঞ্চ করেছে আমেরিকার টেক জায়ান্টটি। যদিও ২০২৪ সাল থেকে অ্যান্ড্রয়েডে রয়েছে এই সুবিধা, যা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মূলত, এআইয়ের মাধ্যমে কাজ করে সার্কেল টু সার্চ। যদিও আইফোনে এই ফিচার চালু হলেও কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে।
আইফোনে “Circle to Search” কীভাবে কাজ করে
আইফোনে এই ফিচারটি নতুন নামকরণ করা হয়েছে – “Screen Search with Google Lens”, এর জন্য আইফোন ব্যবহারকারীদের গুগল লেন্স অ্যাপ ইন্সটল করতে হবে। তবে আইফোনে এটি কেবল ক্রোম এবং গুগল অ্যাপের মধ্যে সীমাবদ্ধ। দুই অ্যাপের উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে যেকোনও একটি বিষয়বস্তুকে হাইলাইট করা যাবে, কোনও কিছু আঁকা যাবে বা ট্যাপ করা যাবে, স্ক্রিন থেকে না বেরিয়েই।
এই ফিচারের লক্ষ্য হল, ক্রোম এবং গুগল ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করা। এই ফিচারের মাধ্যমে ভিজ্যুয়াল সার্চও করা যাবে। উল্লেখ্য, গুগল জানিয়েছে, ফিচারটি সবথেকে বেশি কার্যকর ক্রোম অ্যাপে। ব্যবহারকারীরা এবার কোনও প্রোডাক্টের জন্য দ্রুত তথ্য জোগাড় করতে পারবেন, নতুন ট্যাব না খুলে অথবা স্ক্রিনশট ছাড়াই।
প্রসঙ্গত, এআইয়ের মাধ্যমে গুগল সার্চকে আরও উন্নত করার চেষ্টা করছে কোম্পানি। ইতিমধ্যে “Ai Overview” ফিচার যোগ হয়েছে সার্চ ইঞ্জিনে। এবার সেটি গুগল লেন্স সার্চেও পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানি। সার্চ ফলাফলের পাশেই এআই ওভারভিউ পাওয়া যাবে, এর ফলে নির্দিষ্ট কোনও বিষয়বস্তু সম্পর্কে আরও সংগঠিত ভাবে তথ্য পাবেন ব্যবহারকারী।