আজকাল স্মার্টফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে গেছে যে ফোন ছাড়া আমরা এক মুহুর্ত চলতে পারি না। সকালে ঘুম ভেঙে ওটা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা স্মার্টফোন ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন সকালে ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করা আপনার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? আপনি যদি ফোনের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েন তাহলে অবিলম্বে এই অভ্যাস পরিবর্তন করুন।
সকালে ঘুম থেকে উঠে স্মার্টফোন ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে
ঘুম কম হতে পারে
আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের মস্তিষ্ক শান্ত থাকে। কিন্তু সকালে উঠে ফোনের স্ক্রিনের দিকে তাকানো মাত্রই আমাদের মস্তিষ্ক হঠাৎ অ্যাকটিভ হয়ে যায়, এতে মস্তিষ্কের স্নায়ুর ক্ষতি হয়। এই অভ্যাস দীর্ঘদিন ধরে চলতে থাকলে ঘুম কম হতে পারে এবং আপনি সব সময় ক্লান্তি অনুভব করতে পারেন।
মানসিক চাপ বেশি থাকবে
সামাজিক যোগাযোগ মাধ্যম, খবর, ইমেইলসহ নানা ধরনের অ্যাপের নোটিফিকেশন আসতে থাকে স্মার্টফোনে। সকালে ঘুম থেকে উঠে সেগুলির দিকে তাকালে মানসিক চাপ বাড়তে পারে। সকালে নেতিবাচক খবর দেখলে আমাদের মন নেতিবাচকতায় ভরে যায় এবং সারাদিন আপনার মেজাজ খারাপ থাকে।
প্রোডাক্টিভিটি কমে যাবে
আপনি যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চান, তাহলে সকালের সময়টা কাজে লাগানো জরুরি। এই সময়ে, আমরা আমাদের পুরো দিনের পরিকল্পনা করতে পারি এবং কাজগুলি করার জন্য যথেষ্ট সময় পাই। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফোন নিয়ে বসে পড়লে আমরা অন্যমনস্ক হয়ে যাই এবং অনেক সময় নষ্ট হয়ে যায়।
চোখের সমস্যা হতে পারে
স্মার্টফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো আমাদের চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। সকালে স্মার্টফোন ব্যবহারে চোখ জ্বালা, ফোলাভাব ও ঝাপসা দেখার মতো সমস্যাও দেখা দেয়।
সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্মার্টফোন চালানোর পরিবর্তে অন্য কোনো কাজে মনোনিবেশ করা উচিত। সকালে উঠে যোগব্যায়াম, মেডিটেশন করতে পারেন। এতে আপনার মন শান্ত থাকবে, ঘুম ভালো হবে এবং আপনার প্রোডাক্টিভিটিও ভালো থাকবে।