কেন্দ্রীয় সুবিধাগুলি এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে
UMANG অ্যাপের মাধ্যমে। এটি অনেকেই PF (প্রভিডেন্ট ফান্ড) সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করে থাকেন। ইউনিফাইড মোবাইল অ্যাপ্লিকেশন বা উমাং অ্যাপে খুব সহজেই পিএফের টাকা তুলতে পারবেন। পাশাপাশি এই অ্যাপে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা প্রদত্ত পরিষেবাগুলি সম্পর্কে জানা যায়।
পিএফ ব্যবহারকারীরা উমাং অ্যাপের মাধ্যমে তাদের কর্মচারী ভবিষ্যনিধি (ইপিএফ) অ্যাকাউন্ট থেকে তহবিল তুলতে পারবেন, যা গোটা প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলেছে। কীভাবে করবেন পদ্ধতি জেনে নিন।
UMANG অ্যাপ দিয়ে পিএফ-এর টাকা তোলার পদ্ধতি
গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে উমাং অ্যাপ ডাউনলোড করুন।
আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন সম্পূর্ণ করুন।
নিবন্ধিত হয়ে গেলে, “EPFO” পরিষেবাটি সিলেক্ট করুন।
আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করে আবার EPFO পরিষেবায় লগ ইন করুন।
আপনার মোবাইলে পাঠানো OTP লিখুন।
পরিষেবা বিভাগে যান এবং “PF Withdrawal” অপশনটি সিলেক্ট করুন।
ক্লেম ফর্ম সিলেক্ট করুন।
টাকা তোলার ধরণ, পরিমাণ এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য-সহ সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
Submit অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে প্রাপ্ত OTP আবার লিখুন এবং “নিশ্চিত করুন” এ ক্লিক করুন।
আপনার টাকা আনুমানিক ৭-১০ কার্যদিবসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।