রেডমিদের টেক্কা দিতে এবার স্মার্টফোন আনছে Acer, আগামী সপ্তাহেই বাজারে লঞ্চ

Acer এবার স্মার্টফোন বাজারে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় বাজারে Acer এর ল্যাপটপগুলি বেশ জনপ্রিয়, তবে কোম্পানির লক্ষ্য এবার ফোনের মার্কেটে আধিপত্য বিস্তার করা। সম্প্রতি, Acer তাদের নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে এবং কোম্পানি এর জন্য Amazon-এ একটি মাইক্রোসাইটও লাইভ করেছে। জানা গেছে যে, এই স্মার্টফোনগুলি ১৫ এপ্রিল ভারতের বাজারে লঞ্চ হবে।

Acer Liquid সিরিজ: নতুন স্মার্টফোনের উন্মোচন

এই নতুন স্মার্টফোনগুলি Acer Liquid সিরিজের অধীনে আসবে। Acer একসাথে দুটি নতুন স্মার্টফোন মডেল লঞ্চ করতে পারে: Acerone Liquid S272E4 এবং Acerone Liquid S162E4। এই দুটি ফোনের কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আশা করা হচ্ছে, এগুলি বাজেট এবং মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হবে।

Acerone Liquid S272E4: বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন

Acerone Liquid S272E4 একটি বাজেট স্মার্টফোন হিসেবে বাজারে আসবে। এই ফোনে থাকবে ১২এন‌এম মিডিয়াটেক প্রসেসর, যা ডিভাইসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এতে ৬.৭৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা ৭২০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া এই ফোনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এই ব্যাটারি ফুল চার্জে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। সুতরাং, এটি একটি আকর্ষণীয় অপশন হতে পারে সেই সব গ্রাহকদের জন্য যারা বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স চান।

Acerone Liquid S162E4: আরো উন্নত ফিচারের সাথে আসবে

অন্যদিকে, Acerone Liquid S162E4-এর মধ্যে কিছু উন্নত ফিচার থাকতে পারে। এই ডিভাইসে ৬.৫২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা ৭২০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া, এতে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা এবং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন থাকবে, যা ফোনটির স্ক্রীনের সুরক্ষা নিশ্চিত করবে।

এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হবে। এটি একটি অক্টা-কোর প্রসেসর। এই প্রসেসরের সাহায্যে স্মার্টফোনটির কার্যক্ষমতা আরো দ্রুত হবে, যা 5G কানেক্টিভিটির সুবিধা প্রদান করবে।

জানিয়ে রাখি, Acer তাদের এই নতুন স্মার্টফোনগুলি ভারতীয় বাজারে লঞ্চ করার জন্য Indkal Technologies-এর সাথে হাত মিলিয়েছে। Indkal Technologies ইতিমধ্যেই Acer-branded টিভি ভারতে উৎপাদন করছে, এবং এখন স্মার্টফোন উৎপাদনেও তারা সাহায্য করবে।