সেল শুরু হতেই বিক্রি শেষ, AI+ Pulse ও AI+ Nova 5G স্মার্টফোনের পরবর্তী সেল এই তারিখে

সম্প্রতি ভারতীয় বাজারে এন্ট্রি নিয়েছে নতুন স্মার্টফোন ব্র্যান্ড AI+। সংস্থাটি AI+ Pulse ও AI+ Nova 5G নামে দুটি ফোন এদেশে লঞ্চ করেছে। কয়েকদিন আগে ফ্লিপকার্টে এই দুটি ফোনের প্রথম এবং দ্বিতীয় সেল অনুষ্ঠিত হয়। আর এই দুই সেলেই কিছুক্ষণের মধ্যেই ডিভাইস দুটি আউট অফ স্টক হয়ে যায়। যা নিশ্চিত করে যে, মানুষের মধ্যে নতুন এই ব্র্যান্ডটিকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে এবং ফোন দুটি ক্রেতাদের মন জয় করে নিয়েছে।

কাল ছিল AI+ Pulse ও AI+ Nova 5G এর দ্বিতীয় সেল

গতকাল, অর্থাৎ ১৭ জুলাই দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে ছিল AI+ Pulse ও Nova 5G ফোনের দ্বিতীয় সেল। প্রথম সেলের মতো দ্বিতীয় সেলেও কয়েক ঘণ্টার মধ্যে স্মার্টফোন দুটির স্টক শেষ হয়ে যায়। এটা থেকে স্পষ্ট যে, ডিভাইস দুটি বাজেটের মধ্যে এমন কিছু অফার করছে যার জন্য ভারতীয় ক্রেতারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিলেন।

AI+ Pulse ও AI+ Nova 5G এর ভারতে দাম ও তৃতীয় সেলের তারিখ

AI+ Pulse 5G-এর দাম শুরু হয়েছে ৪,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ টাকা। আবার AI+ Nova 5G-এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা।

যারা এই দুটি সেলে ফোন দুটি কিনতে পারেননি তাদের জন্য ২২ জুলাই দুপুর ১২টায় ফ্লিপকার্টে তৃতীয় সেল অনুষ্ঠিত হবে। তবে যেহেতু স্টক সীমিত, তাই তড়িঘড়ি অর্ডার করার চেষ্টা করতে হবে।

AI+ Pulse ও AI+ Nova 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

AI+ Nova 5G ও AI+ Pulse 5G ফোনে আছে ৫০ মেগাপিক্সেল AI ডুয়াল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইস দুটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

AI+ Nova 5G ও AI+ Pulse 5G ডিভাইস দুটি NxtQuantum অপারেটিং সিস্টেমে চলবে। এগুলিতে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। তবে পালস মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও নোভা মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর পালস স্মার্টফোনটি চলবে Unisoc T615 চিপসেটে এবং নোভা হ্যান্ডসেটে রয়েছে Unisoc T8200 প্রসেসর।