অনেক স্মার্টফোন ক্রেতা ভালো ক্যামেরা ফোন খোঁজ করে থাকেন। তবে এত ডিভাইসের ভীড়ে সঠিক মডেলটি বেছে নেওয়া কঠিন। তবে আপনার সমস্যার সমাধানের জন্য আছে DxOMark। এই প্ল্যাটফর্মটি ফোনের ক্যামেরার বিভিন্ন দিক বিবেচনা করে র্যাংকিং প্রদান করে থাকে। ফলে দুর্দান্ত ক্যামেরা ফোন কিনতে চাইলে আপনি DxOMark এর সেরা 10টি স্মার্টফোনের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন।
সেরা 10 ক্যামেরা স্মার্টফোন DxOMark এর র্যাংকিং অনুযায়ী
Huawei Pura 70 Ultra
বিশ্বের সেরা ক্যামেরা স্মার্টফোন হল হুয়াওয়ে পুরা 70 আল্ট্রা এবং এটি ডিএক্সওমার্ক র্যাংকিংয়ে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে। এই ফোনটি ক্যামেরার ক্ষেত্রে 163 পয়েন্ট পেয়েছে।
Google Pixel 9 Pro XL
গুগল পিক্সেল লাইনআপের সবচেয়ে শক্তিশালী এই স্মার্টফোনটি গত আগস্টে লঞ্চ হয়েছিল। এর ক্যামেরা পেয়েছে 159 পয়েন্ট এবং সেলফি ক্যামেরা পেয়েছে 148 পয়েন্ট।
Honor Magic 6 Pro
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা অনার স্মার্টফোনটিকে 158টি ক্যামেরা পয়েন্ট দিয়েছে DxOMark। এর সেলফি ক্যামেরা পেয়েছে 151 পয়েন্ট।
Apple iPhone 16 Pro Max
অ্যাপলের সবচেয়ে শক্তিশালী আইফোন আইফোন 16 প্রো ম্যাক্স সেরা ক্যামেরা ডিভাইসগুলোর মধ্যে চতুর্থ স্থানে আছে। এটি 157 ক্যামেরা পয়েন্ট এবং 151 সেলফি ক্যামেরা পয়েন্ট পেয়েছে।
Apple iPhone 16 Pro
আইফোন 16 প্রো মডেলের ক্যামেরা সেটআপ ম্যাক্স মডেলের মতোই। এটি 157 ক্যামেরা পয়েন্ট পেয়েছে।
Huawei Mate 60 Pro+
অ্যাপলের সবচেয়ে শক্তিশালী আইফোন মডেলের মতোই হুয়াওয়ে ডিভাইসটিও 157 ক্যামেরা পয়েন্ট পেয়েছে এবং সেরা দশ ক্যামেরা ফোনের লিস্টে ষষ্ঠ স্থানে রয়েছে।
Oppo Find X7 Ultra
অপ্পো ফাইন্ড সিরিজের ডিভাইসগুলিতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি সেরা ফটোগ্রাফি পাওয়া যায়। লিস্টে অন্তর্ভুক্ত একমাত্র অপ্পো ফাইন্ড X7 আল্ট্রা ফোনটি 157 ক্যামেরা পয়েন্ট পেয়েছে।
Huawei P60 Pro
হুয়াওয়ের এই প্রিমিয়াম স্মার্টফোনটির ক্যামেরা স্টিল এবং ভিডিও পারফরম্যান্স সব ক্ষেত্রেই দারুন এবং এটি 156 পয়েন্ট সহ অষ্টম স্থানে রয়েছে।
Apple iPhone 15 Pro Max
অ্যাপল আইফোন 15 লাইনআপের সবচেয়ে শক্তিশালী ডিভাইস 9 নম্বরে রয়েছে। এর ক্যামেরা 154 পয়েন্ট এবং সেলফি ক্যামেরা 149 পয়েন্ট পেয়েছে।
Apple iPhone 15 Pro
2023 সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া iPhone 15 সিরিজের Pro মডেলও প্রাইমারি ক্যামেরার জন্য 154 পয়েন্ট এবং সেলফি ক্যামেরার জন্য 149 পয়েন্ট পেয়েছে।