আপনি যদি ১০,০০০ টাকারও কম দামে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য সুখবর। আসলে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে Infinix Hot 50 5G বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন মাত্র ১০,৯৯৯ টাকা। ৫ মার্চ পর্যন্ত চলা এই সেলে আপনি ১৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন। অর্থাৎ, ১০ হাজার টাকার মধ্যে এটি কিনে নেওয়া যাবে।
তবে অফার এখানেই শেষ নয়, Infinix Hot 50 5G কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্রেতারা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাওয়া যাবে ৭,৫৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে। ইনফিনিক্সের এই ডিভাইসে রয়েছে ১৬ জিবি র্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি ভার্চুয়াল) সহ শক্তিশালী প্রসেসর ও ভালো ক্যামেরা।
Infinix Hot 50 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
ইনফিনিক্স হট ৫০ ৫জি ফোনে আছে ৬.৭ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে পাওয়া যাবে ১৬ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪.৫ কাস্টম স্কিনে চলে।