মোবাইল

অবিশ্বাস্য ভাবে দাম কমলো সেরা ক্যামেরার Google Pixel 8a ফোনের, ১৮ হাজার টাকা ডিসকাউন্ট

Published on:

Flipkart sale Google pixel 8a with 64mp camera discount offer rs18000

কিছুদিনের মধ্যেই বাজারে আসবে Google Pixel 9a। এটি হবে বাজেট-ফ্রেন্ডলি পিক্সেল A সিরিজের নতুন স্মার্টফোন। ডিভাইসটি ১৯ মার্চ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে নতুন মডেল আগমনের আগে, দাম কমলো এর পূর্বসূরি Google Pixel 8a ফোনের। ফ্লিপকার্ট থেকে দুর্দান্ত ক্যামেরার এই ডিভাইসটি কম দামে কেনা যাবে। এর সাথে ফ্লাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে।

Google Pixel 8a এর সাথে ১৮,০০০ টাকা ডিসকাউন্ট

ভারতে লঞ্চের সময়, পিক্সেল ৮এ ফোনের ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৫২,৯৯৯ টাকা। এটি চারটি রঙে এসেছে – ইয়েলো, বে, অবসিডিয়ান এবং পোর্সেলিয়ান। বর্তমানে এই চারটি কালার ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৩৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত।

আবার এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্রেতারা অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড় পাবেন, যার ফলে গুগল পিক্সেল ৮এ কেনা যাবে ৩৪,৯৯৯ টাকায়। অর্থাৎ মোট ১৮,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করে গুগলের এই স্মার্টফোন কিনতে চাইলে ২৫,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের লাভ ওঠানো যাবে। আবার ফ্লিপকার্ট নির্দিষ্ট কিছু ফোনের সাথে অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে।

Google Pixel 8a এর স্পেসিফিকেশন ও ফিচার

গুগল পিক্সেল ৮এ ডিভাইসের সামনে দেখা যাবে ৬.১ ইঞ্চির ফ্ল্যাট সুপার অ্যাকটুয়া ডিসপ্লে। এই ওএলইডি প্যানেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। গুগল পিক্সেল ৮এ ফোনে পারফরম্যান্সের জন্য টেনসর জি৩ প্রসেসর দেওয়া হয়েছে।

এই হ্যান্ডসেটে সার্কেল টু সার্চ, এআই ইমেজ এডিটিং (ম্যাজিক এডিটর), অডিও ম্যাজিক ইরেজার, বেস্ট টেক এবং আরও অনেক ফিচার উপস্থিত। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্ট্যান্ডার্ড জিপিএস নেভিগেশন সিস্টেম। এতে ফিজিক্যাল সিম কার্ড এবং একটি ভার্চুয়াল ই-সিমের জন্য জায়গা রয়েছে।

সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার ও ফেস আনলক প্রযুক্তি বর্তমান। এই ফোনে ৪৪৯২ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি ১৮ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য গুগল পিক্সেল ৮এ মডেলে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

Google Pixel 8a গ্লাস (স্ক্রিন), পলিকার্বোনেট (রিয়ার প্যানেল) এবং অ্যালুমিনিয়াম (ফ্রেম) দিয়ে তৈরি। এর ডিজাইন অনেকটা পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো এর মতোই। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে আইপি৬৭ রেটিং আছে।