ফুজিৎসু তাদের নতুন স্মার্টফোন Arrows Alpha F-51F বাজারে আনছে। এটি শুধুমাত্র NTT Docomo-র মাধ্যমে কেনা যাবে। আর ডিভাইসটি কেবল জাপানে পাওয়া যাবে।যদিও ফোনটির দাম এবং নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনো জানা যায়নি। তবে আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে Fujitsu Arrows Alpha F-51F লঞ্চ হতে পারে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
ফুজিৎসুর নতুন ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম চিপসেট, এটি একটি অক্টা-কোর প্রসেসর (৩.৩৫ গিগাহার্টজ + ৩.২ গিগাহার্টজ + ২.২ গিগাহার্টজ)। ডিভাইসটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।
Fujitsu Arrows Alpha F-51F এর সামনে দেখা যাবে ৬.৪ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৬৭০ x ১২০০ পিক্সেল, আর রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফটোগ্রাফির জন্য এতে Sony LYTIA LYT-700C (IMX896) সেন্সর যুক্ত ৫০.৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৪৯.৯ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৪৯.৯ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার পাওয়া যাবে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP68/IP69 রেটিং উপস্থিত। এই ডিভাইসে ন্যানো সিম ও ই-সিম, উভয় সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.