লঞ্চ হতে এখনও প্রায় দু’সপ্তাহ বাকি, কিন্তু তার আগেই Honor Magic V5 ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে এল। জানা গেছে এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হবে। সম্প্রতি এর কিছু রেন্ডার ছবি সামনে এসেছে, সেখান থেকেই স্পষ্ট হয়েছে যে, এর মোট প্রস্থ মাত্র ৮.৮ মিলিমিটার। আর আগের ভার্সন, Magic V3-এর তুলনায় এটি প্রায় ০.৪-০.৫ মিমি পাতলা হবে। আর Oppo Find N5-এর থেকেও এটি ০.১ মিমি কম।
অনারের দাবি, ম্যাজিক ভি৫ শুধুমাত্র পাতলাতেই নয়, ওজনেও প্রতিযোগীদের হার মানাবে। যদিও এখনো পর্যন্ত ওজন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ভিভো এক্স ফোল্ড ৩ কিংবা আসন্ন এক্স ফোল্ড ৫ -এর থেকে এটি হালকা হতে পারে।
তবে জানিয়ে রাখি, অনার ম্যাজিক সিরিজের আগের ফোনগুলিতে সামান্য প্রস্থের পার্থক্য দেখা গেছে। তাই সব অনার ম্যাজিক ভি৫ মডেল যে একই রকম পাতলা হবে, সেটা বলা যাচ্ছে না। আর স্যামসাং-এর আসন্ন গ্যালাক্সি জেড ফোল্ড ৭ -এর তুলনায় ম্যাজিক ভি৫ আদৌ পাতলা হবে কি না, সে ব্যাপারেও এখনও নিশ্চিত করেনি অনার।
তবে Honor যেহেতু দাবি করেছে যে, Magic V5 হবে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ডিভাইস। তাই এটি স্যামসাকেও টেক্কা দেবে বলে মনে হচ্ছে। উল্লেখ্য, এই ডিভাইসটি আসছে আগামী ২ জুলাই। এখন শুধু অপেক্ষা, Honor তাদের প্রতিশ্রুতি রাখতে পারে কি না।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.