হুয়াওয়ে শীঘ্রই লঞ্চ করতে চলেছে নতুন ফোল্ডেবল ফোন Pocket 2 Premium Edition। সংস্থাটি ইতিমধ্যেই এর দাম প্রকাশ করেছে। এর পাশাপাশি ডিভাইসটির কিছু ফিচারও সামনে এসেছে। যার ভিত্তিতে বলা যায়, Huawei Pocket 2 Premium Edition এর নামের মধ্যে ‘প্রিমিয়াম’ নাম থাকলেও স্পেসিফিকেশনে বড়সড় কোনো চমক নেই। হুয়াওয়ে আজ উইবো অ্যাকাউন্টে নিশ্চিত করেছে যে ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
হুয়াওয়ে পকেট ২ প্রিমিয়াম এডিশন এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৪৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৯০০ টাকা), ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৫৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,৯০০ টাকা)।
অর্থাৎ প্রিমিয়াম মডেলটির দাম আগে আসা Pocket 2-এর চেয়ে প্রায় ২০০০ ইউয়ান সস্তা। অথচ স্পেসিফিকেশনে বড় কোনো পার্থক্যের ইঙ্গিত এখনো মেলেনি। ডিভাইসটি তাহিতিয়ান গ্রে, রোকোকো হোয়াইট, তারো পার্পেল ও এলিগেন্ট ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। এই একই কালার অপশন সহ বেস মডেলটিও বাজারে উপলব্ধ।
হুয়াওয়ে পকেট ২ প্রিমিয়াম এডিশনে কিরিন ৯০২০এ চিপসেট ব্যবহার করা হবে, যেখানে আগের মডেলে কিরিন ৯০০০এস প্রসেসর ছিল। এছাড়া অন্যান্য ফিচার বেস মডেলের মতোই। এতে ৬.৯৪ ইঞ্চি OLED প্রাইমারি স্ক্রিন (১২০ হার্টজ রিফ্রেশ রেট), ১.১৫ ইঞ্চি কভার স্ক্রিন, পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ২ মেগাপিক্সেল হাইপারস্পেকট্রাল সেন্সর, সামনে ১০.৭ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
সফটওয়্যারের কথা বললে, Huawei Pocket 2 Premium Edition মডেলে হারমনিওএস ৪.০ অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫২০ এমএএইচ দেওয়া হবে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
চীনে ২৬ জুন সকাল ১০:০৮ মিনিটে এই ফোল্ডেবল ফোনের বিক্রি শুরু হচ্ছে। এটি VMall এবং হুয়াওয়ের অনুমোদিত স্টোর থেকে কেনা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.