চীনে সম্প্রতি লঞ্চ হয় Huawei-এর নতুন স্মার্টফোন সিরিজ Pura 80। এই সিরিজের অধীনে মোট চারটি মডেল এসেছে – Pura 80, Pura 80 Pro, Pura 80 Pro+ এবং Pura 80 Ultra। ডিভাইসগুলি এবার চীন পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পা রাখতে চলেছে। আগামী ১০ জুলাই গ্লোবালি লঞ্চ হতে চলেছে এই ফোনগুলি। যেকারনে এখন একাধিক আন্তর্জাতিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এই সিরিজের সম্ভাব্য মডেলগুলি।
সম্প্রতি LMR-LX9 মডেল নম্বর সহ একটি নতুন হুয়াওয়ে ডিভাইস EEC (ইউরোপ), TÜV এবং Bluetooth SIG-এর মতো সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছে। জানিয়ে রাখি, হুয়াওয়ে পুরা ৮০ প্রো এর মডেল নম্বর হল LMR-AL00, আর প্রো প্লাস ও আল্ট্রা এর মডেল নম্বর LMR-AL10। সেই হিসেবে, LMR-LX9 মডেল নম্বর সম্ভবত পুরা ৮০ সিরিজের নতুন স্মার্টফোন হবে।
এছাড়াও Bluetooth SIG-এর ডেটাবেসে আরও দুটি মডেল, LMR-L29 ও LMR-L09 তালিকাভুক্ত হয়েছে, এই মডেলগুলিও পুরা ৮০ সিরিজের অংশ হবে। তবে চীনে লঞ্চ হওয়া ফোনগুলিই আন্তর্জাতিক বাজারে আসবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
হুয়াওয়ে পুরা ৮০ আল্ট্রা মডেলে আছে ১ ইঞ্চির ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার পরিবর্তনযোগ্য। সঙ্গে থাকছে অন্যরকম ডুয়েল-লেন্স টেলিফটো সেটআপ, যা অপটিক্যাল জুমের সুবিধা দেবে।
এদিকে হুয়াওয়ে পুরা ৮০ আল্ট্রা ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯০২০ চিপসেট। চীনে এই ফোনটি হারমনিওএস নেক্সট (HarmonyOS NEXT) অপারেটিং সিস্টেমে চলে, যদিও গ্লোবাল ভ্যারিয়েন্টে মিলতে পারে EMUI।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.