সুমন পাত্র, কলকাতা: ইনফিনিক্স আজ বিশ্ব বাজারে Infinix Note 50 Pro+ 5G লঞ্চ করল। এটি Note 50 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল, যার দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকার কাছাকাছি। নতুন এই ফোনে অনেক ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার আছে, যেমন উন্নত ডিসপ্লে, শক্তিশালী চিপসেট এবং উন্নত ক্যামেরা সিস্টেম। এই ডিভাইসে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সাউন্ডের জন্য এতে JBL স্পীকার পাওয়া যাবে। ফোনটি ১২ জিবি র্যাম সহ এসেছে। আসুন Infinix Note 50 Pro+ 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Infinix Note 50 Pro+ 5G এর দাম ও কালার অপশন
গ্লোবাল মার্কেটে ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস ৫জি এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭০ ডলার (প্রায় ৩২ হাজার টাকা)। এটি তিনটি কালার অপশন পাওয়া যাবে – টাইটেনিয়াম গ্রে, এনচ্যান্টেড পার্পল এবং রেসিং এডিশন।
Infinix Note 50 Pro+ 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস ৫জি মডেলে ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১৩০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট প্রসেসর, ১২ জিবি ফিজিক্যাল র্যাম ও ১২ জিবি ভার্চুয়াল র্যাম দেওয়া হয়েছে।
ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস ৫জি ফোনটির অন্যতম আকর্ষণ এর ব্যাটারি। এতে চিতা X2 পাওয়ার ম্যানেজমেন্ট চিপ উপস্থিত। এই ডিভাইসে ১০০ ওয়াট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫২০০ এমএএইচ ব্যাটারি আছে।
ফোটোগ্রাফির জন্য Infinix Note 50 Pro+ 5G ফোনে তিনটি রিয়ার ক্যামেরা উপস্থিত, যার মধ্যে OIS সহ ৫০ মেগাপিক্সেল সনি IMX896 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং ৬x অপটিক্যাল জুম ও ১০০x ডিজিটাল জুমের সঙ্গে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, JBL ডুয়াল স্পিকার, একটি এক্স-এক্সিস লিনিয়ার মোটর এবং বায়ো-অ্যাকটিভ হ্যালো AI লাইটিং। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। ডিভাইসটি IP64 রেটিং ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে।