লঞ্চের আগে iPhone 17 সিরিজের স্ক্রিন প্রোটেক্টরের ছবি ও ডামি ইউনিট ফাঁস

আগামী মাসে আসছে নতুন আইফোন সিরিজ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে iPhone 17 সিরিজ। আর এই সিরিজে বেস ও প্রো মডেলের পাশাপাশি এবার iPhone 17 Air ডিভাইসটি অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এটি বিদ্যমান ‘Plus’ মডেলের পরিবর্তে আসবে। গত কয়েক মাস ধরে এই সিরিজের দাম, ফিচার, এমনকি ডিজাইন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন আবার কয়েকজন টিপস্টার iPhone 17 Air সহ এই সিরিজের বিভিন্ন মডেলের স্ক্রিন প্রটেক্টরের ছবি ও ডামি ইউনিট পেয়েছেন বলে জানা গেছে।
iPhone 17 সিরিজের ডিজাইন
টিপস্টার মাজিন বুউ (Majin Bu) এক্স প্ল্যাটফর্মে iPhone 17 সিরিজের ছবি শেয়ার করেছেন। যেখান থেকে স্পষ্ট, সিরিজের বেস মডেল হবে অন্যান্য মডেলের তুলনায় ছোট। তার থেকে সামান্য বড় হবে iPhone 17 Pro ফোনটি। আর iPhone 17 Air ডিভাইসটি Pro ও Pro Max এর মধ্যে অবস্থান করবে।
iPhone 17 সিরিজের দাম
রিপোর্ট থেকে জানা গেছে, আইফোন ১৭ সিরিজের দাম আইফোন ১৬ সিরিজের তুলনায় প্রায় ৫০ ডলার (প্রায় ৪,০০০ টাকা) বেশি রাখা হতে পারে। সেক্ষেত্রে আইফোন ১৭ প্রো এর দাম শুরু হতে পারে ১,০৪৯ ডলার (প্রায় ৯১,০০০ টাকা) থেকে। এদিকে প্রো ম্যাক্স কিনতে খরচ হবে ১,২৪৯ ডলার (প্রায় ১,০৯,০০০ টাকা) পর্যন্ত। এদিকে আইফোন ১৭ এয়ার মডেলের প্রারম্ভিক মূল্য রাখা হতে পারে ৯৪৯ ডলার (প্রায় ৮৩,০০০ টাকা)।
iPhone 17 Air এর সম্ভাব্য ফিচার
ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট থেকে সামনে এসেছে যে, iPhone 17 Air স্মার্টফোনে ৬.৬ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি মাত্র ৫.৫ মিমি পুরু হবে, সেক্ষেত্রে এটি অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ২,৮০০ এমএএইচ দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য পাওয়া যেতে পারে ৪৮ মেগাপিক্সেল রিয়ার সেন্সর এবং ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এতে A19 চিপসেট ব্যবহার করা হবে।
ওজনের কথা বললে, ডিভাইসটির ওজন থাকবে মাত্র ১৪৫ গ্রাম। আর iPhone 17 Air ব্ল্যাক, লাইট ব্লু, লাইট গোল্ড এবং হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।