অ্যাপল গত কয়েক বছর ধরে একটি করে নতুন iPhone মডেল বাজারে আনার চেষ্টা করছে। এবছরও তার ব্যতিক্রম হবে না। জানা গেছে এবার সংস্থাটি iPhone 17 Air নামে একটি নতুন মডেল লঞ্চ করবে। এটি একেবারে পাতলা ও হালকা ডিজাইন সহ আসবে, যা অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা iPhone হবে বলে গুঞ্জন রয়েছে। আজ iOS 26 এর বিটা ভার্সন থেকে iPhone 17 Air সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। আসুন জেনে নেওয়া যাক সেগুলি কি কি।
অ্যাপল সাধারণত নতুন প্রোডাক্ট সম্পর্কে তথ্য গোপন রাখে। কিন্তু টিপস্টার বা বিভিন্ন মাধ্যম থেকে এদের সম্পর্কে তথ্য ফাঁস হয়। সম্প্রতি আইফোন ১৭ এয়ার মডেলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। iOS 26 এর বিটা ভার্সনের মধ্যে এমন এক ওয়ালপেপারের রেজোলিউশন সম্পর্কে জানা গেছে, যা এখন পর্যন্ত কোনো আইফোনে দেখা যায়নি।
MacWorld প্রথম খোঁজ পায় এই ওয়ালপেপার, যার রেজোলিউশন ১২৬০ x ২৭৩৬ পিক্সেল। এখানেই অ্যাপল অনুরাগীরা কিছু অস্বাভাবিকতা খুঁজে পেয়েছেন। MacRumors এই ব্যাপারটি সামনে আনার পর বিশ্লেষক মিং-চি কুওর পুরনো ভবিষ্যদ্বাণী আবারও গুরুত্ব পায়। কুও আগেই জানিয়েছিলেন, আইফোন ১৭ এয়ার মডেলে এমনই স্ক্রিন রেজোলিউশন থাকতে পারে।
ফলে মনে হচ্ছে এই মডেলটির স্ক্রিন সাইজ হবে ৬.৬ ইঞ্চি এবং এটি iPhone 17 ও 17 Plus/Pro Max এর মধ্যে অবস্থান করবে।
জানা গেছে, আইফোন ১৭ এয়ার ফোনটি মাত্র ৫.৫ মিমি পুরী হবে। সঙ্গে থাকবে A19 চিপ এবং একটি মাত্র রিয়ার ক্যামেরা। অ্যাপলের পক্ষ থেকে এতটা পাতলা ফোন আনাটা এক ধরনের সাহসী পদক্ষেপই বলা যায়। তবে স্লিম ডিজাইন ধরে রেখে ভালো ব্যাটারি পারফরম্যান্স দেওয়া সম্ভব হবে কি না, সেটা সময় বলবে। যদিও Apple Silicon এর কারণে ব্যাটারি নিয়ে চিন্তা থাকবে না বলেই অনুরাগীরা মনে করছেন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.