iPhone 17 Pro Max ফোনের ছবি ফাঁস, বড় ব্যাটারি সহ ডিজাইনে আসছে বিশেষ পরিবর্তন

আর কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসছে অ্যাপলের পরবর্তী স্মার্টফোন সিরিজ iPhone 17। সেপ্টেম্বরের ৯-১২ তারিখের মধ্যে সিরিজের ফোনগুলি লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই ডিভাইসগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে এই সিরিজে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro ও Pro Max সহ চারটি মডেল থাকবে। আজ আবার iPhone 17 Pro Max মডেলের ফ্রেম ডিজাইন সহ বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে।

iPhone 17 Pro Max এর ছবি ফাঁস হল

দক্ষিণ কোরিয়ার প্ল্যাটফর্ম নেভার-এ Yeux1122 নামে এক ইউজার iPhone 17 Pro Max এর ফ্রেমের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, এই ফোনে টাইটানিয়ামের বদলে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে। অর্থাৎ ডিভাইসটি আগের চেয়ে হালকা হবে, আর তাপ নিয়ন্ত্রণও আগের থেকে উন্নত হবে। তবে হালকা হওয়ার সাথে সাথে এক ধরণের ঝুঁকিও থাকবে। আসলে অ্যালুমিনিয়াম খুব ভালো আঁচড় প্রতিরোধী নয় বলেই বিশেষজ্ঞদের মত।

iPhone 17 Pro Max বড় ব্যাটারি সহ আসবে

আরেকটি ছবিতে ধরা পড়েছে, আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলে বড়সড় ব্যাটারি হাউজিং থাকবে। টিপস্টারের দাবি, এই মডেলে আগের তুলনায় বড় ব্যাটারি দেওয়া হবে। সম্ভবত এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ এর বেশি ব্যাটারি পাওয়া যাবে। এমনকি ছবি দেখে অনুমান করা হচ্ছে, এর ব্যাটারি ধাতব কেসিংয়ের ভেতরে রাখা হবে। যদি তা সত্যি হয়, তাহলে এটি iPhone 16 Pro এর পর এই ব্যবস্থা সহ দ্বিতীয় ডিভাইস হবে।

ছবি দেখে মনে হচ্ছে যে, ভিতরের কিছু উপাদানেও বদল দেখা যাবে। বড় ব্যাটারি ও নতুন কুলিং সিস্টেমের জন্য ভিতরের ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে। ম্যাগসেফ কয়েলকেও অন্য জায়গায় সরানো হয়েছে। শুধু তাই নয়, iPhone 17 Pro Max-এর পিছনের ক্যামেরা আইল্যান্ড আরও বড় হবে। আর এই আইল্যান্ড উপরের অর্ধেক অংশ জুড়ে অনুভূমিক বারের মতো বসানো থাকবে।