পুরোপুরি বেজেলহীন iPhone এর প্রত্যাশা অনেক দিন ধরেই ছিল Apple প্রোডাক্ট প্রেমীদের। তারা আশা করেছিল যে, iPhone-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে এই বিশেষ মডেলটি তারা হাতে পাবে। কিন্তু সেই আশা পূরণ হতে আরও কয়েকবছর সময় লাগবে। নতুন একটি রিপোর্ট দাবি করা হয়েছে, ২০২৭ সালে আসতে চলা iPhone 19 Pro মডেলেও থাকবে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা। অর্থাৎ বেজেলহীন বা সম্পূর্ণ স্ক্রিনের অভিজ্ঞতা ২০২৭ সালেও পাওয়া যাবে না।
অনেকের প্রত্যাশা ছিল আইফোন ১৯ প্রো হবে একেবারে ফিউচারিস্টিক ফোন, যেখানে থাকবে না কোনো নচ বা ডাইনামিক আইল্যান্ড। এর ডিসপ্লের ভিতরে লুকিয়ে রাখা হবে ফেস আইডি এবং সেলফি ক্যামেরা। কিন্তু জনপ্রিয় অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক রস ইয়ং (Ross Young)-এর মতে, এত দ্রুত এমন পরিবর্তন দেখা যাবে না।
তিনি বলছেন, ২০২৬ সালে আসতে পারে iPhone 18 Pro, যেখানে ফেস আইডির কিছু অংশ ডিসপ্লের মধ্যে সরিয়ে নেওয়া হতে পারে। ফলে ডাইনামিক আইল্যান্ড কিছুটা ছোট হবে ঠিকই, কিন্তু আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা প্রযুক্তি ২০৩০ সালের আগে সম্ভব নয়।
বিশ্লেষক এই বিলম্বের পিছনে আসল কারণ হিসেবে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তির সীমাবদ্ধতাকে দায়ী করেছে। বাজারে উপলব্ধ Nubia Z70 Ultra-এর মতো কিছু ফোনে এই প্রযুক্তি দেখা গেলেও, তার ক্যামেরা কোয়ালিটি বেশ খারাপ। অ্যাপল এই কারণে এক্ষুনি এমন ঝুঁকি নিতে চাইছে না।
রস ইয়ং আরও বলছেন, ২০২৮ সালে লঞ্চ হতে চলা iPhone 20 সিরিজে হয়তো পুরো ফেস আইডি সেন্সর স্ক্রিনের নিচে চলে আসবে। তবে একেবারে বেজেলহীন ডিসপ্লে পেতে আমাদের অপেক্ষা করতে হবে সম্ভবত iPhone 22, অর্থাৎ ২০৩০ সাল পর্যন্ত।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.