অ্যাপল চলতি বছরে সাশ্রয়ী মূল্যে iPhone SE 4 লঞ্চ করবে বলে অনেক দিন ধরেই গুঞ্জন রয়েছে। তবে সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই ডিভাইসটির নাম iPhone SE 4 এর পরিবর্তে iPhone 16e রাখা হবে। এছাড়া ডিভাইসটির বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচারও ফাঁস হয়েছে।
iPhone SE 4 লঞ্চ হবে iPhone 16e নামে
জনপ্রিয় টিপস্টার মাজিন বু মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার)-এ দাবি করেছেন যে, সাশ্রয়ী মূল্যের আইফোন মডেলটি আইফোন 16e নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। উল্লেখ্য, গত বছর আইফোন 16 লাইনআপ বাজারে এনেছে অ্যাপল এবং এই বছরে আইফোন 17 এয়ার সহ নতুন নম্বর সিরিজ আনবে টেক জায়ান্টটি।
iPhone SE 4 বা iPhone 16e মডেলে থাকবে এই প্রসেসর
রিপোর্ট অনুযায়ী, আইফোন 16e স্মার্টফোনে অ্যাপলের A18 প্রসেসর পাওয়া যেতে পারে এবং এই ডিভাইস সাশ্রয়ী হওয়া সত্ত্বেও অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সহ লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এর আগে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল এই ডিভাইসের কেসের ছবি পোস্ট করেছিল। কেস রেন্ডার অনুযায়ী, ফোনটির ব্যাক প্যানেলের উপরের দিকে বাম পাশে ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে।
আবার আইফোন এসই 4 বা আইফোন 16e এর ডিজাইন অনেকটা আইফোন 14-এর মতো হতে পারে। এর সম্ভাব্য ফিচারের কথা বললে এতে 6.08 ইঞ্চি এলটিপিও OLED ডিসপ্লে পাওয়া যাবে, যার পিক ব্রাইটনেস 800 নিটস। এতে 8 জিবি র্যাম থাকবে। এছাড়া বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফেসআইডি পাওয়া যাবে।
এই ডিভাইসটি 3279mAh ব্যাটারি সহ আসতে পারে এবং আইফোন 16 এর মতো 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা অফার করতে পারে। দামের কথা বললে, ভারতে এর দাম 42,000 থেকে 46,000 টাকার মধ্যে রাখা হতে পারে।