iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। ফোনটি ইতিমধ্যেই চীনে আত্মপ্রকাশ করেছে। আর সেখানে প্রথম সেলে ডিভাইসটি বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানা গেছে। রিপোর্ট অনুসারে, প্রথম সেলে মাত্র চার ঘন্টার মধ্যে iQOO 15 এর ১,৪২,০০০ এরও বেশি ইউনিট বিক্রি হয়েছে বলে দাবি করা হয়েছে, যা পূর্ববর্তী মডেল, iQOO 13 এর এক দিনের বিক্রির সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

iQOO 15 ভারতে ২৭ নভেম্বর লঞ্চ হবে

কোম্পানির তরফে বলা হয়েছে যে iQOO 15 স্মার্টফোনটি আগামী ২৭শে নভেম্বর ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। যেহেতু এটি ইতিমধ্যেই চীনের বাজারে উপস্থিত, তাই আমরা এর সমস্ত স্পেসিফিকেশন জানি। আসুন ফোনটির দাম এবং ফিচারগুলি দেখে নেওয়া যাক।

iQOO 15 এর দাম

চীনে আইকো ১৫ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,১৯৯ ইউয়ান (প্রায় ৫২,০০০ টাকা), ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৬,০০০ টাকা), ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৮,০০০ টাকা) এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬২,০০০ টাকা)। যদিও ভারতে এর মূল্য কত রাখা হবে তা এখনও ঘোষণা করা হয়নি।

iQOO 15 এর ফিচার

iQOO 15 ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিন ওএস ৬ কাস্টম স্কিনে চলবে। এতে ২কে (১৪৪০x৩১৬৮ পিক্সেল) রেজোলিউশন সহ ৬.৮৫ ইঞ্চি স্যামসাং এম১৪ অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ৩ এনএম অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে যুক্ত আছে অ্যাড্রেনো ৮৪০ জিপিইউ।

ফটোগ্রাফির জন্য এই ফ্ল্যাগশিপ ডিভাইসে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল ৩x Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স। আর সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। স্মার্টফোনটি ৭,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি সহ এসেছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।