আপনি যদি 10,000 টাকার কম দামে ভাল লুক এবং দুর্দান্ত ফিচারের স্মার্টফোন কিনতে চান তাহলে itel Color Pro 5G সেরা বিকল্প হতে পারে। আইটেল ডেজ সেলে কম দামে এই ফোনটি বিক্রি হচ্ছে। তবে মনে রাখবেন আইটেলের এই সেল আজ 2 জানুয়ারি শেষ হবে। এই সেলে আপনি itel Color Pro 5G মাত্র 8,999 টাকায় কিনতে পারবেন। এই ডিভাইসে আছে 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং কালার চেঞ্জিং ব্যাক প্যানেল।
itel Color Pro 5G স্মার্টফোনে বিশাল ছাড়
আইটেল কালার সিরিজের ডিভাইসটি ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ মোট 1,550 টাকা কম দামে বিক্রি হচ্ছে। এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 9999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে সেলে এটি 8,449 টাকায় পাওয়া যাচ্ছে। ভার্চুয়াল র্যাম ফিচারের মাধ্যমে এর মোট র্যাম 12 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এক্সচেঞ্জ ডিসকাউন্টের মাধ্যমে হ্যান্ডসেটটি আরও সস্তায় কেনা যাবে। পুরানো ফোন বদলে 7,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর আইডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 750 টাকা ছাড় মিলবে।
itel Color Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
এই আইটেল ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ 6.6-ইঞ্চি HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট। ফটোগ্রাফির জন্য ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই সেটআপের মধ্যে 50MP AI প্রাইমারি সেন্সর সহ LED ফ্ল্যাশ রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 8 মেগাপিক্সেল এআই সেন্সর।
এর রিয়ার ক্যামেরায় প্যানোরামা মোড, প্রো মোড, এআর শট এবং টাইম ল্যাপস সাপোর্ট করবে। আইটেল কালার প্রো 5G মডেলে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W চার্জিং সাপোর্ট করে।