itel ZENO 20 ভারতে মাত্র ৫৯৯৯ টাকায় লঞ্চ হল, ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ আছে পাওয়ারফুল ব্যাটারি

itel আজ ভারতে তাদের ZENO সিরিজের নতুন ফোন itel ZENO 20 লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে মাত্র ৫,৯৯৯ টাকা থেকে। কোম্পানি এটিকে “রাগড ডিজাইন” ও AI ফিচার সমৃদ্ধ স্মার্টফোন বলে দাবি করছে। এতে পাওয়া যাবে IP54 ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ রেটিং। ডিভাইসটি ড্রপ-রেজিস্ট্যান্ট কভার সহ এসেছে, ফলে ওপর থেকে পড়ে গেলে ভাঙার সম্ভাবনা কম। এতে আছে ইনবিল্ট Aivava 2.0 AI অ্যাসিস্ট্যান্ট। আইটেল দাবি করেছে যে, ফোনটি অন্তত তিন বছর পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেবে।

itel ZENO 20 এর দাম

itel ZENO 20 এর ৮ জিবি (৩ জিবি ফিজিক্যাল + ৫ জিবি ভার্চুয়াল) র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি (৪ জিবি ফিজিক্যাল + ৮ জিবি) র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ দেবে ৬,৮৯৯ টাকা।

সেলের তারিখ ও অফার

আইটেল জেনো ২০ এর সেল আগামী ২৫ আগস্ট অ্যামাজন থেকে শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে পাবেন ২৫০ টাকা কুপন ডিসকাউন্ট। আর ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ৩০০ টাকা কুপন ডিসকাউন্ট সহ কেনা যাবে।

itel ZENO 20 স্পেসিফিকেশন ও ফিচার

ZENO 20 ফোনে আছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর সামনে ডায়নামিক বার ও স্টাইলিশ ক্যামেরা সেটআপ দেখা যাবে। এদিকে ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল এইচডিআর ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাউন্ডের জন্য এতে ব্যবহার করা হয়েছে DTS সাউন্ড টেকনোলজি।

পারফরম্যান্সের জন্য itel ZENO 20 স্মার্টফোনে দেওয়া হয়েছে টি৭১০০ অক্টা-কোর প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশন অপারেটিং সিস্টেম। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট টাইপ-সি চার্জিং সাপোর্ট করে। যদিও বক্সের মধ্যে ১০ ওয়াট চার্জার পাওয়া যাবে।