সবচেয়ে সস্তা অ্যামোলেড ডিসপ্লের ফোন Lava Blaze AMOLED 5G লঞ্চ হল, রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

Lava আজ চুপিচুপি তাদের নতুন 5G স্মার্টফোন Blaze AMOLED 5G ভারতে লঞ্চ করল। আপাতত ডিভাইসটি অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। নাম থেকেই পরিষ্কার যে এতে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে। আর লাভার ডিভাইসগুলি যেহেতু বাজেট রেঞ্জে আসে, তাই Lava Blaze AMOLED 5G কম দামে অত্যাধুনিক ডিসপ্লে ব্যবহারের স্বাদ দেবে। কিছু রিপোর্টে বলা হয়েছে, এটি দেশের সবচেয়ে সস্তা অ্যামোলেড স্ক্রিনের ৫জি স্মার্টফোন হতে পারে। এছাড়া এতে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ও বড় ব্যাটারি পাওয়া যাবে।
Lava Blaze AMOLED 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
লাভা ব্লেজ অ্যামোলেড ৫জি ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে।
লাভা ব্লেজ অ্যামোলেড ৫জি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৪ জিবি, ৬ জিবি ও ৮ জিবি র্যাম। এদের সঙ্গে পাওয়া যাবে ১২৮ জিবি স্টোরেজ। এতে ভার্চুয়াল র্যাম ফিচারও সাপোর্ট করবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Lava Blaze AMOLED 5G ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল Sony প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
Lava Blaze AMOLED 5G এর দাম ও উপলব্ধতা
লাভা ব্লেজ অ্যামোলেড ৫জি ফোনটি দুটি কালারে এসেছে – টাইটানিয়াম গ্রে ও স্টারলাইট পার্পল। যদিও এর দাম ও সেলের দিন এখনও জানানো হয়নি। এই ডিভাইসের সাথে লাভার ফ্রি হোম সার্ভিস সুবিধা পাওয়া যাবে।