Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম। ডিভাইসটি দুটি কালার অপশনে পাওয়া যাবে। এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও Unisoc T7250 চিপসেট। আবার হ্যান্ডসেটটি ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। ডিসকাউন্টের পর স্মার্টফোনটি অনেক কম মূল্যে কেনা যাবে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে।
Lava Shark 2 এর স্পেসিফিকেশন ও ফিচার
Lava Shark 2 স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করবে। এতে প্রিমিয়াম গ্লজি ব্যাক ডিজাইন উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে Unisoc T7250 চিপসেট ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি ফোনটির AnTuTu বেঞ্চমার্ক স্কোর হল ৩,৭৫,০০০+। এটি ৪ জিবি ফিজিক্যাল র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে ৪ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে
সফটওয়্যারের কথা বললে, লাভা শার্ক ২ মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্টিং চার্জ সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি AI ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ধুলো এবং জল থেকে সুরক্ষা দিতে এই হ্যান্ডসেটে IP54 উপস্থিত।
Lava Shark 2 এর দাম
Lava Shark 2 ডিভাইসটি অরোরা গোল্ড এবং এক্সলিপস গ্রে কালার অপশনে পাওয়া যাবে। দাটেকআউটলুক এর রিপোর্ট থেকে জানা গেছে, এই স্মার্টফোনের দাম ৭,৫০০ টাকা রাখা হয়েছে। তবে ডিসআউন্টের পরে, এটি ৬,৭৫০ টাকায় কেনা যাবে। এর বক্সে ৮,১৯৯ টাকা এমআরপি লেখা আছে। এটি অফলাইন স্টোর থেকে কেনা যাবে।

