Lava Yuva Smart 2 ভারতে 6 হাজার টাকায় লঞ্চ হল, রয়েছে AI ডুয়েল ক্যামেরা ও 6 জিবি র‌্যাম

Lava Yuba Smart 2 আজ বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ৬০০০ টাকার কাছাকাছি। এই এন্ট্রি-লেভেল স্মার্টফোনটি দুটি কালার অপশনে পাওয়া যাবে। এতে আছে অক্টা-কোর ইউনিসক চিপসেট, ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন Lava Yuba Smart 2 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lava Yuba Smart 2 এর ভারতে দাম ও উপলব্ধতা

ভারতে Lava Yuba Smart 2 এর ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,০৯৯ টাকা। এটি ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল গোল্ড কালার অপশনে পাওয়া যাবে।

সংস্থাটি জানিয়েছে যে, ক্রেতারা সারা ভারতজুড়ে লাভা ইউভা স্মার্ট ২ ফোনটি ডোরস্টেপ ডেলিভারি পাবেন। তবে এর সেল কবে থেকে শুরু হবে তা এখনও অজানা।

Lava Yuba Smart 2 এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা ইউভা স্মার্ট ২ অ্যান্ড্রয়েড ১৫ গো এডিশনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর ইউনিসক ৯৮৬৩এ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৩ জিবি ফিজিক্যাল র‌্যাম + ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এটি ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য Lava Yuba Smart 2 এর পিছনে বর্গাকার ক্যামেরা মডিউলের মধ্যে ১৩-মেগাপিক্সেল এআই ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার রয়েছে।