সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Moto G100 (2025) স্মার্টফোন, যেখানে রয়েছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট। এই সিরিজে শীঘ্রই আরও একটি হ্যান্ডসেট যোগ হতে চলেছে, যার নাম Moto G100s। আজ ফোনটিকে XT2537-4 মডেল নম্বর সহ একটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। এতেও অ্যাড্রেনো জিপিইউর সাথে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে বলে জানা গেছে। আর ডিভাইসটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনে চলবে। তবে কোম্পানি এখনও এই হ্যান্ডসেটের লঞ্চের তারিখ নিশ্চিত করেনি।
টিপস্টার অভিষেক যাদব আজ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছেন যে XT2537-4 মডেল নম্বর সহ Moto G100s গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। তার শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, এই হ্যান্ডসেটে ARMv8 চিপসেট থাকবে, যা কোয়ালকমের অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ চিপ বলে জানা গেছে।
এই প্রসেসরে থাকতে পারে চারটি পারফরম্যান্স কোর যার পিক ক্লক স্পিড ২.৪০ গিগাহার্টজ এবং চারটি এফিসিয়েন্সি কোর যা ১.৮০ গিগাহার্টজ পিক ক্লিক স্পিড প্রদান করবে। এছাড়া Moto G100s ফোনে ৮ জিবি র্যাম থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। টিপস্টার আরও বলেছেন যে, এতে এড্রেনো ৭১০ জিপিইউ পাওয়া যাবে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে স্মার্টফোনটি সিঙ্গেল কোর টেস্টে ১০১৮ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ২৮৯৩ পয়েন্ট পয়েছে।
অক্টোবরে চীনের বাজারে পা রাখা Moto G100 (2025) মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলে। এতে আছে ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) এলসিডি স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১০৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Moto G100 (2025) মডেলে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
আগামী সপ্তাহে অর্থাৎ ১৭ নভেম্বর চীনে লঞ্চ হচ্ছে Oppo Reno 15 সিরিজ। বেস মডেলের পাশাপাশি…
আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের শুরুতে বাজারে আসবে Vivo V70 সিরিজ। যদিও কোম্পানির তরফে এখনও…
Oppo Reno 14F 5G Star Wars Edition নভেম্বরের মাঝামাঝি সময়ে মেক্সিকোতে লঞ্চ হতে চলেছে। এটি…
বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল OnePlus 15 ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই হ্যান্ডসেটটি OnePlus 15 এর উত্তরসূরি হিসেবে…
Motorola Edge 50 Ultra এর উত্তরসূরি হিসেবে শীঘ্রই বাজারে আসছে Motorola Edge 70 Ultra। যদিও…
১৭ নভেম্বর চীনে লঞ্চ হতে চলেছে Oppo Reno 15 সিরিজ। তার আগে কোম্পানির তরফে ধীরে…
This website uses cookies.