৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার Motorola 5G ফোনে বাম্পার অফার, সীমিত সময়ের অফার

আপনি যদি মোটোরোলার ফ্যান হন এবং ২০,০০০ টাকার মধ্যে নতুন ফোন খোঁজ করে থাকেন, তাহলে ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে আপনার জন্য দুর্দান্ত ডিল রয়েছে। এই ডিলে অনেক কমে কিনে নেওয়া যাবে Motorola Edge 50 Neo। এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে মাত্র ২০,৯৯৯ টাকায় অন্তর্ভুক্ত হয়েছে। আবার এই সেলে আপনি ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টও পাবেন। এছাড়া ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সেলে থাকছে ৫ শতাংশ ক্যাশব্যাক।
এই ক্যাশব্যাকের জন্য আপনাকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে আপনি Motorola Edge 50 Neo ফোনের দাম ১৩,৭০০ টাকা পর্যন্ত কমাতে পারেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাওয়া ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
Motorola Edge 50 Neo এর ফিচার এবং স্পেসিফিকেশন
মোটোরোলা এজ ৫০ নিও হ্যান্ডসেটে ৬.৪ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ৩০০০ নিট। ডিসপ্লের প্রোটেকশনের জন্য পাবেন গরিলা গ্লাস ৩। ফোনটি এমআইএল-এসটিডি৮১০এইচ বিল্ড এবং আইপি৬৮ রেটিং সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৫০ নিও স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৪৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে।