৬০০০ টাকা ডিসকাউন্ট, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Motorola Edge 50 Pro অনেক সস্তায়

নতুন ফোন কিনতে চাইলে সুখবর! ফ্লিপকার্টের এন্ড অফ সিজন সেলে মোটোরোলার একটি ফোন আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। এই সেলে ওয়াটারপ্রুফ স্মার্টফোন Motorola Edge 50 Pro অনেক কম দামে বিক্রি হচ্ছে। ডিভাইসটি লঞ্চ প্রাইসের তুলনায় অনেক কম মূল্যে কেনা যাবে। এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ভার্সনের দাম ছিল ৩৫,৯৯৯ টাকা। কিন্তু সেলে Motorola Edge 50 Pro ফোনটি মাত্র ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
তাছাড়া, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে পুরানো ডিভাইস বদলে ২১,৮০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। এই ছাড়ের মূল্য নির্ভর করবে ফোনের বর্তমান অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Motorola Edge 50 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
মোটোরোলা এজ ৫০ প্রো ডিভাইসে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ১.৫ কে pOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৭১২ x ১২২০ পিক্সেল, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ ও পিক ব্রাইটনেস ২০০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ দেওয়া হয়েছে।
মোটোরোলা এজ ৫০ প্রো স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও রয়েছে।