মোবাইল

ইউনিক ডিজাইন সহ ৫০+৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ টাকা দাম কমলো Nothing Phone 2a এর

Published on:

Nothing phone 2a price in india cut rs 8000 discount offer in Flipkart mobile festival sale

Nothing Phone 2a at Lowest Price: যদি আপনি ইউনিক ডিজাইন এবং দুর্দান্ত ফিচারস সহ নতুন ফোন কিনতে চান, তাহলে নথিংয়ের ডিভাইস আপনার জন্য সেরা হতে পারে। বিশেষ করে নথিংয়ের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন Nothing Phone 2a বেছে নিতে পারেন। আর ফোনটি আজ ফ্লিপকার্টে প্রথমবার সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে Nothing Phone 2a ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ৮,০০০ টাকা ডিসকাউন্ট সহ বিক্রি হচ্ছে। উল্লেখ্য, এই ডিভাইসটি প্রথম সেলে খুব ভালো সাড়া পেয়েছিল, প্রথম সেলে এর ১ লাখ ইউনিট বিক্রি হয়েছিল।

Nothing Phone 2a ফোনে ৮০০০ টাকা ছাড়

নার্থিং ফোন ২এ এর বেস ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৩,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু ফ্লিপকার্ট সেলে ফোনটি ৬,০০০ টাকা ডিসকাউন্টের পর ১৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

আবার হ্যান্ডসেটটি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ সহ পাওয়া যাচ্ছে। ক্রেতারা আইসিআইসিআই সহ নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে ২০০০ টাকা ছাড় পাবেন, যার ফলে মোট ডিসকাউন্ট ৮০০০ টাকা হবে। এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করে ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।

Nothing Phone 2a এর ফিচার ও স্পেসিফিকেশন

নার্থিং ফোন ২এ হ্যান্ডসেটে AMOLED ডিসপ্লে আছে। সিকিউরিটির জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি OIS ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা উপস্থিত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এছাড়াও এই ফোনে গ্লিফ ইন্টারফেস এবং ট্রান্সপ্যারেন্ট ব্যাক প্যানেল রয়েছে যা নোটিফিকেশন আসলে বা চার্জিংয়ের সময় ঝলমল করে। এই স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে মোট ১৬ জিবি র‍্যাম পাওয়া যাবে, যার মধ্যে ৮ জিবি ফিজিক্যাল এবং ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম রয়েছে।