OnePlus 12 আবার কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দুর্দান্ত ডিল সহ উপলব্ধ। এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬১,৯৯৯ টাকা। তবে ফোনটি ওয়ানপ্লাসের ই-স্টোরে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে। এই ছাড় পেতে আপনাকে আইসিআইসিআই বা এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। অফারটি আরবিএল ব্যাংক ক্রেডিট কার্ড এবং ওয়ানকার্ড পেমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য।
আবার OnePlus 12 কিনলে জিও প্লাস পোস্টপেড প্ল্যান ব্যবহারকারীরা ২২৫০ টাকার সুবিধা পাবেন। এছাড়া আকর্ষণীয় নো-কস্ট ইএমআই অপশনের সঙ্গে এই ওয়ানপ্লাস ফোনটি কেনা যাবে। কোম্পানি এর সাথে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে পাওয়া অতিরিক্ত ডিসকাউন্টের পরিমাণ নির্ভর করবে ডিভাইসের কন্ডিশন, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
আরও পড়ুনঃ সেলে মাত্র ৬১৯৯ টাকায় দুর্দান্ত Smartphone, ৬ জিবি র্যাম সহ রয়েছে ডুয়েল ক্যামেরা
ওয়ানপ্লাস ১২ ডিভাইসে আছে ৩১৬৮x১৪৪০ পিক্সেল রেজোলিউশনের ৬.৮২-ইঞ্চি প্রোএক্সডিআর এলটিপিও ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস ২। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিট পর্যন্ত। এই স্মার্টফোন ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যায়। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য আছে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা।
ওয়ানপ্লাস ১২ এর এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফির জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ওয়ানপ্লাসের এই হ্যান্ডসেটে ৫৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.