মোবাইল

6000mah ব্যাটারি ও 50MP ট্রিপল ক্যামেরা নিয়ে লঞ্চ হল OnePlus 13R, দাম জেনে নিন

Published on:

OnePlus 13r india launch price rs 42999 specs snapdragon 8 gen 3 6000mah battery features

ওয়ানপ্লাস আজ ভারতে তাদের নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে। OnePlus 13 ও সাশ্রয়ী মূল্যের OnePlus 13R। যদিও উভয় মডেলই অনবদ্য ফিচার্সে পরিপূর্ণ, ফ্ল্যাগশিপ কিলার OnePlus 13R নিয়ে চর্চা বেশি হচ্ছে। কারণ সমানভাবে সক্ষম হার্ডওয়্যারের সাথে ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স আনার প্রতিশ্রুতি দেয় এই ফোন। যারা সাধ্যের মধ্যে অত্যাধুনিক বৈশিষ্ট্য অনুভব করতে চান, তাদের জন্য OnePlus 13R উপযুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে পারে।

OnePlus 13R স্পেসিফিকেশন ও ফিচার্স

ওয়ানপ্লাস 13আর ফোনের সামনে 6.77 ইঞ্চি প্রোএক্সডিআর এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি 2780×1264 পিক্সেল রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিটস পিক ব্রাইটনেস, এবং গরিলা গ্লাস 7আই প্রোটেকশন অফার করে। এই ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ও অ্যাড্রিনো 750 জিপিইউ বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে বিশাল 6000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

WhatsApp Community Join Now

ফটোগ্রাফির কথা বললে, ফোনের পিছনে 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকছে। সামনের দিকে আছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি চলবে Android 15 নির্ভর Oxygen OSএ। অন্যান্য ফিচার্সের মধ্যে উপস্থিত 80W ফাস্ট চার্জিং ব্যবস্থা, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 6 বছরের সিস্টেম আপডেট, IP65 রেটিং, এলার্ট স্লাইডার, এবং এনএফসি।

OnePlus 13R দাম

ওয়ানপ্লাস 13আর দুই স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 42,999 টাকা। অন্যদিকে, 16 জিবি + 512 জিবি মডেলের দাম 49,990 টাকা। ফোনটির সেল 13 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ICICI ব্যাঙ্কের গ্রাহকদের জন্য 3,000 টাকা ছাড় রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন