OnePlus আগামী ৮ জুলাই ভারতে লঞ্চ করতে চলেছে Nord 5 এবং Nord CE 5। এছাড়া চলতি মাসের শুরুতে চীনে পা রেখেছে সংস্থার কমপ্যাক্ট স্মার্টফোন OnePlus 13s, যেখানে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। আজ আবার নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ওয়ানপ্লাস নতুন একটি গেমিং ফোনের উপর কাজ করছে। এই গেমিং কেন্দ্রিক ডিভাইসটি Asus ROG Phone 9 সিরিজ এবং Red Magic 10 Pro+ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে, ওয়ানপ্লাস একটি গেমিং স্মার্টফোনের উপর কাজ করছে। তিনি জানিয়েছেন, ওয়ানপ্লাস “একটা সাব-সিরিজ” নিয়ে কাজ করছে, যেটা বিশেষভাবে গেমারদের কথা মাথায় রেখে বানানো হবে। তবে বিষয়টা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অর্থাৎ, ডিভাইসটি নিয়ে এখনও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে বলেই ধরে নেওয়া যায়।
ওয়ানপ্লাসের এই গেমিং ফোনে থাকতে পারে ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট, বড় ব্যাটারি এবং শোল্ডার ট্রিগার ফিচার। গেম খেলার অভিজ্ঞতা যেন একদম কনসোলের মতো হয়, সেই ভাবনাতেই এই ফিচার দেওয়া হবে। কিন্তু আপাতত আন্তর্জাতিক বাজারে ফোনটি পাওয়া যাবে না বলেই জানিয়েছেন যোগেশ ব্রার। এমনকি ভারতেও এটি আসার সম্ভাবনা কম।
যদি ওয়ানপ্লাস গেমিং ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ হয়, তাহলেই এটি সরাসরি প্রতিযোগিতা করবে Asus-এর ROG Phone 9 সিরিজ এবং Red Magic 10 Pro+ এর সঙ্গে। এই ধরনের ডিভাইসগুলি ইতিমধ্যে গেমিং কমিউনিটিতে বেশ জনপ্রিয়।
জানিয়ে রাখি, ভারতে সম্প্রতি Infinix লঞ্চ করেছে GT 30 Pro 5G স্মার্টফোন, যেখানে রয়েছে জিটি শোল্ডার ট্রিগার, যার রেসপন্স রেট ৫২০ হার্টজ। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট প্রসেসর, এক্সবুস্ট গেমিং ইঞ্জিন এবং একটি AI-চালিত ভিসি কুলিং সিস্টেম। এর দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা, এই মূল্য ধার্য করা হয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.