আপনি যদি OnePlus ফোনের ফ্যান হন এবং ব্র্যান্ডের নতুন কোনো স্মার্টফোন কিনতে চান, তাহলে সুখবর। ই-কমার্স সাইট Amazon এই মুহূর্তে এই চীনা ব্র্যান্ডের ফোনের সাথে লোভনীয় অফারের ঘোষণা করেছে। তবে এই প্রতিবেদনে আমরা ওয়ানপ্লাস নর্ড সিরিজের দুই জনপ্রিয় মডেল, Nord 4 5G ও Nord CE 4 এর উপর পাওয়া অফার সম্পর্কে বলবো।
উভয় স্মার্টফোনে মিলছে ৪৫০০ টাকা পর্যন্ত ছাড়, সঙ্গে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ বোনাস। যদিও, এক্সচেঞ্জ অফারে কত টাকা ছাড় পাওয়া যাবে তা আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং এক্সচেঞ্জ পলিসির ওপর নির্ভর করবে।
ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অফারে ২৯,৪৯৮ টাকায় কেনা যাচ্ছে। আবার ৩০ জুন পর্যন্ত ব্যাঙ্ক কার্ড অফারে ৪৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। সঙ্গে রয়েছে ৮৮৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।
ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি ডিভাইসের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত। ডিভাইসটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি মাত্র ২৮ মিনিটে ফুল চার্জ হবে।
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাচ্ছে মাত্র ২১,৯৯৭ টাকায়। এর সাথে ২০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এর সাথে পাওয়া যাবে ৬৫৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া রয়েছে এক্সচেঞ্জ অফার।
ফিচারের কথা বললে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ হ্যান্ডসেটে ১২০ রিফ্রেশ রেট ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.