OnePlus Nord 6 ভারতে কবে আসছে? দাম ও ফিচার সহ সমস্ত তথ্য প্রকাশ্যে

২০২৬ সালের শুরুটা OnePlus বেশ জমকালো করতে চলেছে। কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, আগামী ৮ জানুয়ারি চীনে লঞ্চ হচ্ছে Turbo 6 সিরিজ। আপাতত ঘোষণাটা চিনের জন্য হলেও, ভারতীয় গ্রাহকদের জন্যেও খুশির খবর আছে। আসলে আগেও দেখা গেছে, Turbo সিরিজের ফোনই পরে Nord সিরিজের অধীনে ভারতে এসেছে। তাই এবারও মনে করা হচ্ছে, OnePlus Turbo 6 ভারতীয় বাজারে OnePlus Nord 6 নামে লঞ্চ হবে।

OnePlus Nord 6 ভারতে কবে নাগাদ লঞ্চ হতে পারে

OnePlus Nord 5 গত জুলাই মাসে ভারতে এসেছিল। তবে এর উত্তরসূরি কিছুটা আগে বাজারে আত্মপ্রকাশ করবে বলে মনে হচ্ছে। কারণ OnePlus গতবছর কিছুটা আগেভাগেই ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে, তাই Nord সিরিজের ডিভাইসও আগে এলে আবাক হওয়ার কিছু নেই। যদিও পুরো বিষয়টাই এখন সম্ভাবনার উপর দাঁড়িয়ে।

পারফরম্যান্সের জন্য থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর

রিপোর্ট অনুযায়ী, Turbo 6 সিরিজে দুইটি মডেল থাকবে – Turbo 6 এবং Turbo 6V। এর মধ্যে Turbo 6 নিয়েই আলোচনা বেশি হচ্ছে। কারণ এতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। সঙ্গে এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ইউএফএস ৪.১ স্টোরেজ। এই চিপসেট ইতিমধ্যেই iQOO Neo 10, Nothing Phone (3), POCO F7-এর মতো ফোনে ব্যবহার হয়েছে। আর আগেই বলেছি যে, Turbo 6 মডেলটি ভারতে Nord 6 নামে আসবে।

গেমারদের জন্য উপযুক্ত ডিসপ্লে

ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, টার্বো ৬ মডেলে থাকবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ১.৫কে ডিসপ্লে। এই রিফ্রেশ রেট আগে ওয়ানপ্লাস ১৫ সিরিজে দেখা গিয়েছিল। নর্ড লাইনআপে এমন স্ক্রিন দেওয়ার অর্থ, কোম্পানি এবার গেমার আর পাওয়ার ইউজারদের দিকে নজর দিচ্ছে।

শক্তিশালী ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে

OnePlus Turbo 6 এর মুখ্য আকর্ষণ হবে এর ব্যাটারি। এতে বিশাল ৯০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ভারতীয় ভার্সনে যদি এই ব্যাটারি থাকে তাহলে এটা কার্যত রেকর্ড ব্রেকিং হবে। সঙ্গে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ২৭ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট থাকতে পারে।

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

জানা গেছে, আসন্ন ডিভাইসের ডিজাইন OnePlus 15 সিরিজ থেকে অনুপ্রাণিত হবে। এতে ফ্ল্যাট এজ, স্কোয়ার ক্যামেরা মডিউল, পাঞ্চ-হোল ডিসপ্লে পাওয়া যাবে। ফ্রেম প্লাস্টিক হলেও প্রোটেকশনের সাথে আপস করা হবে না। এতে IP68, IP69 এমনকি IP69K রেটিংও থাকবে। অর্থাৎ ধুলো, জলে সমস্যা হবে না।

ক্যামেরা ও অন্যান্য ফিচার

ক্যামেরার কথা বললে পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে। আর সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে। এটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে।

সম্ভাব্য দাম

ভারতে Nord 5 এর দাম ছিল ৩১,৯৯৯ টাকা। আগের ট্রেন্ড অনুসরণ করলে Nord 6 এর দাম সামান্য বাড়তে পারে। তবে মূল্য ৩৫,০০০ টাকার নিচেই থাকার সম্ভাবনা বেশি।