19 হাজার টাকা ডিসকাউন্ট, বিরাট ছাড়ে OnePlus 13, OnePlus 12 থেকে OnePlus Nord CE 4 ফোন

ওয়ানপ্লাস ভারতে নতুন সেলের ঘোষণা করল। এই সেলের নাম OnePlus Red Rush Days সেল। এই সেল আজ 8 এপ্রিল থেকে শুরু হবে এবং 13 এপ্রিল পর্যন্ত চলবে। এই সেলে ওয়ানপ্লাসের লেটেস্ট স্মার্টফোনগুলির ওপর বাম্পার ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেলে OnePlus 13, OnePlus 12, OnePlus Nord 4 সহ অন্যান্য ফোন কম দামে কেনা যাবে। সেলে ওয়ানপ্লাসের ডিভাইসগুলির উপর 19,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

OnePlus 13

ওয়ানপ্লাস রেড রাশ সেলে ওয়ানপ্লাস 13 মডেলটি 5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে এবং ওয়ানপ্লাস 13R ডিভাইসে 3,000 টাকা ছাড় রয়েছে। অফারটি নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে পাওয়া যাবে। এদিকে ওয়ানপ্লাস 13 এর সাথে 7,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে, অন্যদিকে ওয়ানপ্লাস 13R স্মার্টফোনটি 4,000 টাকা এক্সচেঞ্জ বোনাস সহ কেনা যাবে।

Oneplus Nord 4

সেলে ওয়ানপ্লাস নর্ড 4 ফোন 500 টাকা স্পেশাল ডিসকাউন্টে কেনা যাবে। এর সাথে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে 4,500 টাকা পর্যন্ত ছাড়ের দেওয়া হবে। সমস্ত অফারের সুবিধা Oneplus.in এবং অফলাইন পার্টনার স্টোরে পাওয়া যাবে।

OnePlus 12

ওয়ানপ্লাস 12 সেলে সবচেয়ে বড় ডিসকাউন্ট সহ কেনা যাবে। সেলে এই ফোনের উপর 13,000 টাকার সরাসরি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে 6,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাবে। অর্থাৎ মোট ডিসকাউন্ট হবে 19,000 টাকা।

OnePlus Nord CE 4 এবং OnePlus Nord CE 4 Lite

ওয়ানপ্লাস সেলে OnePlus Nord CE 4 ডিভাইসটি 1,000 টাকা ছাড়ে কেনা যাবে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 2,000 টাকা ব্যাঙ্ক ছাড়ের সুবিধা পাওয়া যাবে। আবার Nord CE 4 Lite ডিভাইসটি 1500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ বিক্রি হবে।