OnePlus Turbo সিরিজের ফ্ল্যাগশিপ কিলার এইবছরই লঞ্চ হচ্ছে, দাম কত থাকবে জানুন

OnePlus পরের মাসে অর্থাৎ অক্টোবরে চীনে OnePlus 15 এবং OnePlus Ace 6 স্মার্টফোন দুটি লঞ্চ করতে চলেছে। এই মডেল দুটি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ ও স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ আসবে বলে জানা গেছে। তবে এর পাশাপাশি ব্র্যান্ডটি একটি Turbo সিরিজের ফোনের উপরও কাজ করছে বলে জানা গেছে। আশা করা হচ্ছে, ডিভাইসটি চলতি বছরের শেষে আসবে। যদিও OnePlus Turbo সিরিজের এই স্মার্টফোনের নাম সামনে আসেনি।
OnePlus Turbo সিরিজের ফোনের উপর কাজ চলছে
টিপস্টার স্মার্ট পিকাচু দাবি করেছেন যে, OnePlus এখন নতুন Turbo সিরিজের ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এটি সাশ্রয়ী মূল্যে বাজারে আসবে। অর্থাৎ ফোনটি ফ্ল্যাগশিপ কিলার হিসেবেও বাজারে এন্ট্রি নিতে পারে। তবে দাম কম থাকলেও এতে শক্তিশালী প্রসেসর ও লেটেস্ট ফিচার থাকবে, যাতে স্মার্টফোনটি দৈনন্দিন কাজ ভালোভাবে সামলাতে পারে।
OnePlus Turbo সিরিজের ফোনের সম্ভাব্য দাম
উল্লেখ্য, চলতি বছরের জুনে আরেক জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছিলেন যে, ওয়ানপ্লাস এই বছরের শেষের দিকে একটি নতুন মিড-রেঞ্জ সিরিজ লঞ্চ করার পরিকল্পনা করছে। আর এই নতুন লাইনআপটি চীনে রেডমি সিরিজের সাথে সরাসরি প্রতিযোগিতা করবে। এই সিরিজের অধীনে আসা ফোনগুলির দাম ২,০০০ ইউয়ানের (প্রায় ২৪,৫০০ টাকা) মধ্যে থাকবে এবং এগুলিতে ফ্ল্যাগশিপ-গ্রেড চিপসেট ব্যবহার করা হবে। এখন মনে হচ্ছে, টিপস্টার এই সিরিজের কথাই বলেছিলেন।
OnePlus 15 এর প্রসেসর ও স্টোরেজ
সম্প্রতি OnePlus 15 ডিভাইসটিকে গীকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে। এর মডেল নম্বর হল PGL110। এখান থেকে জানা গেছে, ফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট ২, ১৬ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম সহ আসবে।
অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, OnePlus 15 একাধিক স্টোরেজ অপশনে পাওয়া যাবে, যথা ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ।