Oppo A51i Pro 5G বাজেটের মধ্যে 6000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল

Oppo A5i Pro 5G আজ বুধবার মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। এতে পাওয়া যাবে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চালিত হবে। আর Oppo A5i Pro 5G এর সামনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন সহ ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Oppo A5i Pro 5G এর দাম ও কালার অপশন
মালয়েশিয়ায় Oppo A5i Pro 5G এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯৯ রিঙ্গিত, যা ভারতীয় মূল্যে প্রায় ১৬,৬০০ টাকার সমান। ফোনটা একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এটি এখন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। ডিভাইসটি ব্রিজি ব্লু ও মিডনাইট পার্পেল কালার অপশনে এসেছে।
Oppo A5i Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
ডুয়েল সিমের ওপ্পো এ৫আই প্রো ৫জি স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস (৭২০×১৬০৪ পিক্সেল) এলসিডি স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, ১,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। আর এই ডিসপ্লেকে সুরক্ষিত রাখতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। আর পারফরম্যান্সের জন্য ওপ্পো এ৫আই প্রো ৫জি মডেলে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫.০.১ কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরার কথা বললে, Oppo A5i Pro 5G এর পিছনে ডুয়েল ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A5i Pro 5G মডেলে ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট, আইপি৬৫ ওয়াটার ও ডাস্টপ্রুফ রেটিং।