মোবাইল

6000mAh ব্যাটারি আধ ঘন্টায় ফুল চার্জ! চমকে দেবে Oppo-র নতুন ফোনের প্রযুক্তি

Published on:

Oppo find X8 ultra confirmed to feature 100w wired 80w wireless charging

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে পা রাখছে একটি ধুরন্ধর মডেল। আমরা কথা বলছি Oppo Find X8 Ultra-র প্রসঙ্গে। এটি এপ্রিলে চীনে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। আবার ওপ্পো ফাইন্ড সিরিজের প্রোডাক্ট ম্যানেজার ফোনটির সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আনতে শুরু করেছেন। এটি একমাত্র “Ultra” ব্র্যান্ডেড ফোন হবে যা ফ্ল্যাট ডিসপ্লে অফার করবে। এমনকি স্ক্রিনের আভাস দেওয়ার জন্য একটি ছবিও প্রকাশ করেছেন। আর এখন, তিনি X8 Ultra এর চার্জিং ক্ষমতা এবং ড্যুরাবিলিটি প্রকাশ করেছেন।

আধ ঘন্টায় ফুল চার্জ

Oppo Find সিরিজের প্রোডাক্ট ম্যানেজার ইয়িবাও জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, Find X8 Ultra ফোনটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি মাত্র ৩৫ মিনিটের মধ্যে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হবে। ডিভাইসটি ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে। তুলনাস্বরূপ, গত বছরের Find X7 Ultra মডেলটি ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং অফার করেছিল।

জলে ডুবলেও ক্ষতি হবে না

এছাড়াও, ওই আধিকারিক জানিয়েছেন, ওপ্পোর আসন্ন স্মার্টফোনে আইপি৬৮/৬৯ রেটেড ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স চ্যাসিস থাকবে। অর্থাৎ জলের মধ্যে ডুবে থাকও ফোনের কোনও ক্ষতি হবে না। অন্যদিকে, জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনও Oppo Find X8 Ultra সম্পর্কে তথ্য ফাঁস করেছেন। তার দাবি, এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির আশেপাশে ব্যাটারি থাকতে দেখা যাবে।

বড় ব্যাটারি থাকলেও ফোন স্লিম হবে

তিনি আরও উল্লেখ করেছেন যে, এটি চলতি বছরের একমাত্র “আল্ট্রা” ফ্ল্যাগশিপ ফোন যা ডুয়াল-সেল ব্যাটারি অফার করবে। তবে এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, ফোনটির পুরুত্ব ৯ মিমির নিচে থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, উন্নত হ্যাপটিক রেসপন্সের জন্য অত্যাধুনিক লিনিয়ার মোটর থাকবে। রিপোর্ট বলছে, এপ্রিলে Oppo Find X8 Ultra-এর সাথে Pad 4 Pro, Find X8S এবং Find X8 Mini লঞ্চ হতে পারে।