ওপ্পো সম্প্রতি চীনের বাইরে রেনো সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে, এগুলি হল Oppo Reno 14, Reno 14 Pro এবং Reno 14F। নতুন ফোনগুলিরর সবচেয়ে বড় চমক অবশ্যই এর ক্যামেরা। তবে এবার সংস্থার তরফে ডিভাইসগুলির পারফরম্যান্সের উপরেও নজর দেওয়া হবে। এগুলিতে ৫০ মেগাপিক্সেল পর্যন্ত সেলফি ক্যামেরা উপস্থিত। সঙ্গে থাকছে ১২ জিবি পর্যন্ত র্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ এবং শক্তিশালী ব্যাটারি। আসুন Oppo Reno 14, Reno 14 Pro এবং Reno 14F এর স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ওপ্পো রেনো ১৪ প্রো এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও ব্রাইটনেস ১২০০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এর পিছনে তিনটে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর উপস্থিত (প্রাইমারি, আলট্রাওয়াইড লেন্স, আর টেলিফটো সেন্সর)। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য ওপ্পো রেনো ১৪ প্রো ডিভাইসে দেওয়া হয়েছে ৬২০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সাথে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। আবার জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে আছে IP66, IP68 এবং IP69 রেটিং। তাইওয়ানে এর দাম রাখা হয়েছে প্রায় ৬৯,৭০০ টাকা।
ওপ্পো রেনো ১৪ ৫জি ফোনে ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর দ্বারা চালিত। ক্যামেরার কথা বললে, এতে ৫০+৮+৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, আর সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। স্মার্টফোনটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Oppo Reno 14F ফোনে আছে ৬.৮৩ ইঞ্চি এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৪০০ নিটস ব্রাইটনেস অফার করে। এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই ডিভাইসে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.