Samsung, Motorola, itel এর 7000 টাকার কমে সেরা 3 স্মার্টফোন, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

নতুন ফোন কিনতে চান? কিন্তু বাজেট খুব বেশি নয়? তাহলে ৭ হাজার টাকার মধ্যে পাবেন বেশ কয়েকটি সেরা বিকল্প। এই প্রতিবেদনে আমরা এমনই তিনটি স্মার্টফোনের বিষয়ে বলবো। এগুলি Samsung, Motorola, itel ব্র্যান্ডের অন্তর্গত। তবে দাম কম হলেও এই ডিভাইসগুলিতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, বড় ব্যাটারি ও ডিসপ্লে।

itel A90

আইটেলের নতুন এন্ট্রি-লেভেল ফোনটি অ্যামাজনে মাত্র ৬,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ আছে। সাথে পাওয়া যাবে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ উপস্থিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Motorola G05

মোটো G সিরিজের স্মার্টফোনের দাম ৬,৯৯৯ টাকা। এতে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে, যার পিক ব্রাইটনেস ১০০০ নিটস। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। এটি ৫,১০০ এমএএইচ ব্যাটারি ও ডলবি সাউন্ড সাপোর্ট সহ এসেছে।

Samsung Galaxy M05

অ্যামাজন ইন্ডিয়ায় এই স্যামসাং স্মার্টফোনটি ৬,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে আছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। ফিচার হিসেবে এতে মিলবে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস প্যানেল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট।