৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হতে চলেছে Oppo Reno 15C, কবে থেকে বিক্রি শুরু

Oppo Reno 15C ডিসেম্বরে চীনে লঞ্চ হতে চলেছে। এর আগে Reno 15 সিরিজ উন্মোচনের সময় এই হ্যান্ডসেটটি টিজ করা হয়েছিল। সেই সময় কোম্পানি এই স্মার্টফোনটির ডিজাইন সম্পর্কে ইঙ্গিত দিয়েছিল, কিন্তু এর ফিচারগুলি গোপন রেখেছিল। তবে চীনের একটি সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে সম্প্রতি Oppo Reno 15C এর লঞ্চের তারিখ এবং বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে, এটি তিনটি কালার অপশন এবং দুটি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে।

Oppo Reno 15C এর স্পেসিফিকেশন, কালার (সম্ভাব্য)

Oppo Reno 15C হ্যান্ডসেটটি PMD110 মডেল নম্বর সহ চায়না টেলিকম ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। এই লিস্টিং থেকে হ্যান্ডসেটটির লঞ্চের তারিখ, প্রধান স্পেসিফিকেশন, ফিচার, রঙ এবং র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন সম্পর্কে জানা গেছে।

লিস্টিং অনুযায়ী, ১৯ ডিসেম্বর থেকে ওপ্পো রেনো ১৫সি এর চীনে বিক্রি শুরু হবে। এতে ১.৫কে (১,২৫৬x২,৭৬০ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৯-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। স্মার্টফোনটি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে।

পারফরম্যান্সের জন্য Oppo Reno 15C মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

Oppo Reno 15C অরোরা ব্লু, একাডেমি ব্লু এবং স্টারলাইট বো কালার অপশন সহ পাওয়া যেতে পারে। ফিচার দেখে স্পষ্ট যে এটি একটি মিড রেঞ্জ ডিভাইস হবে। ডিজাইনের কথা বললে, স্মার্টফোনটি বর্গাকার রিয়ার ক্যামেরা মডিউল সহ আসবে। ফোনের পিছনের প্যানেলের সেন্টারে ওপ্পো ব্র্যান্ডিংটি দেখা যাবে। এতে মেটাল ফ্রেম‌ দেখা যাবে।