সুমন পাত্র, কলকাতা: পোকো এই সপ্তাহে অর্থাৎ ২৭ মার্চ সিঙ্গাপুরে Poco F7 Pro এবং Poco F7 Ultra ফোন লঞ্চ করতে চলেছে। যদিও বেস মডেল Poco F7 এর লঞ্চের তারিখ নিয়ে কোম্পানির তরফে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে এক টিপস্টার ভারতে এই সিরিজ কবে নাগাদ আসতে পারে সে সম্পর্কে জানিয়েছেন।
ইতিমধ্যেই জানা গেছে যে Poco F7 সিরিজে স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে এবং এটি গত বছরের Poco F6 5G-এর তুলনায় অনেক আপগ্রেড সহ আসবে। যদিও রিপোর্টে বলা হয়েছে যে Poco F7 Pro এবং Poco F7 Ultra ভারতীয় বাজারে লঞ্চ হবে না। তবে Poco F7 মডেলটি এদেশে আসবে।
টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) দাবি করেছেন যে, পোকো এফ৭ এই বছরের মে বা জুন মাসে ভারতে লঞ্চ হতে পারে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮এস এলিট প্রসেসর। এর আগে পোকো এফ৬ ৫জি গত মে মাসে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর সহ এসেছিল।
আগামীকাল ২৭ মার্চ সিঙ্গাপুরে একটি ইভেন্টে পোকো এফ৭ প্রো এবং পোকো এফ৭ আল্ট্রা লঞ্চ করা হবে। এই ইভেন্ট ভারতীয় সময়ে দুপুর ১:৩০ টায় (GMT ৮:০০) শুরু হবে। প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে, অপরদিকে আল্ট্রা ভ্যারিয়েন্টে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮এস এলিট চিপসেট।
রিপোর্টে বলা হয়েছে, ভারতে শুধুমাত্র পোকো এফ৭ লঞ্চ হবে, অর্থাৎ পোকো এফ৭ প্রো এবং এফ৭ আল্ট্রা ভারতীয় বাজারে আসবে না। এছাড়া, পোকো এফ৭ ডিভাইসটি রেডমি টার্বো ৪ প্রো এর গ্লোবাল ভ্যারিয়েন্ট হতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.