মোবাইল

অপেক্ষা শেষ, আগামী সপ্তাহে বাজারে এন্ট্রি নিচ্ছে POCO F7, F7 Pro ও F7 Ultra, দেখুন কি কি চমক থাকবে

Published on:

Poco f7 series launch date 27 march confirmed pro model specifications leaked

সুমন পাত্র, কলকাতা: Poco F7 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। সম্প্রতি পোকোর তরফে এই সিরিজের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। ব্র্যান্ডটি জানিয়েছে আগামী ২৭ মার্চ Poco F7 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। ইতিমধ্যেই আসন্ন এই সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আসুন কি কি তথ্য প্রকাশ্যে এসেছে দেখে নেওয়া যাক।

POCO F7 সিরিজের লঞ্চ

পোকা এফ৭ সিরিজ আগামী ২৭ মার্চ লঞ্চ হবে। ওই দিনে কোম্পানি সিঙ্গাপুরে একটি বড় ইভেন্টের আয়োজন করবে। যদিও ইভেন্টে সিরিজের কোন কোন মডেলের উপর থেকে পর্দা সরানো হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী আসন্ন মডেলগুলি হল- POCO F7, F7 Pro এবং F7 Ultra।


পোকো এফ৭ সিরিজের লঞ্চ ইভেন্ট ১৬:০০ (জিএমটি) এবং ভারতীয় সময় অনুযায়ী রাত ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে। পোকোর গ্লোবাল ওয়েবসাইট এবং ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সিরিজের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। আশা করা হচ্ছে যে আগামী মাস অর্থাৎ এপ্রিলে এই সিরিজ ভারতেও পা রাখবে।

POCO F7 Pro এর স্পেসিফিকেশনস (সম্ভাব্য)

ডিসপ্লে: পোকো এফ৭ প্রো স্মার্টফোনে ৩২০০ x ১৪৪০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৭-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

প্রসেসর: POCO F7 Pro ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হতে‌ পারে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২ কাস্টম স্কিনে চলবে।

মেমোরি: ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস সেন্সর এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। আর সামনে ২০ মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হতে পারে।

ব্যাটারি: POCO F7 Pro ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।