মোবাইল

শক্তিশালী প্রসেসর দিয়ে সস্তায় ফোন আনছে Realme, লঞ্চের আগেই ফাঁস স্পেসিফিকেশন

Published on:

Realme gt 7 design key specifications tenaa listing

বর্তমানে Snapdragon 8 Elite চিপসেট যুক্ত অন্যতম সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হল Realme GT 7 Pro। ফোনটি গত বছর নভেম্বরে প্রথম চীনে লঞ্চ হয়েছিল। এখন ভারতেও উপলব্ধ। রিয়েলমি অফিসিয়ালি কিছু না বললেও ডিভাইসটির নতুন বেস ভ্যারিয়েন্ট নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। Realme GT 7 চীনের একটি মেজর সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। সেখান থেকে এটির ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে।

Realme GT 7 কি বাজারে আসতে চলেছে

রিয়েলমি জিটি 7 চীনের TENAA সার্টিফিকশন সাইটে দেখা গিয়েছে। সেখানে ফোনটির মার্কেটিং নাম উল্লেখ ছিল না। তবে, মডেল নম্বর RMX5090 বলে জানা গিয়েছে। ওই ডেটাবেস অনুযায়ী, ডিভাইসটিতে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। যা 2780×1264 (1.5K) পিক্সেল রেজোলিউশন, হাই ব্রাইটনেস এবং উচ্চ রিফ্রেশ রেট অফার করবে।

WhatsApp Community Join Now

রিয়েলমির আপকামিং ফোনটির প্রসেসরটি অক্টা-কোর এবং ক্লক স্পিড 4.3 গিগাহার্টজ। এটিও স্ন্যাপড্রাগন 8 এলিট বলেই অনুমান করা হচ্ছে। অনুমান সত্যি হলে জিটি 7 মডেলটিও স্ন্যাপড্রাগন 8 চালিত অন্যতম সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ হিসাবে আত্মপ্রকাশ করবে। টেনার লিস্টিং বলছে, এই ফোন 12 জিবি, 16 জিবি, অথবা 24 জিবি র‍্যাম এবং 128 জিবি, 256 জিবি, 512 জিবি ও 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে।

ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমির ফোনটি 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা অফার করতে পারে। আবার সেলফি ও ভিডিয়ো কলের জন্য সামনে মিলবে 16 মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ আসবে পাওয়ারফুল 6,310 এমএএইচ ব্যাটারি থেকে। অন্যান্য ফিচার্স থাকবে ইনফ্রারেড, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও ফেস আনলক ব্যবস্থা। ফোনের সঙ্গে কিছু ছবি লিস্টেড আছে যা GT 7 Pro-এর ডিজাইন মনে করিয়ে দেয়। ফলে অনুমান, এটিই Realme GT 7।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন