Realme GT 7 সনি ক্যামেরা সহ সস্তায় লঞ্চ হল, 7200mAh ব্যাটারি সহ রয়েছে পাওয়ারফুল প্রসেসর

রিয়েলমি আজ জিটি সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Realme GT 7 লঞ্চ করেছে। এটি GT 7 Pro-এর সাশ্রয়ী ভার্সন। এর দাম রাখা হয়েছে প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি। ফিচারের হিসেবে এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৭২০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা। আসুন Realme GT 7 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Realme GT 7 এর দাম
রিয়েলমি জিটি ৭ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৬০০ ইউয়ান (প্রায় ৩০,৫০০ টাকা)। প্রতিটি মডেলের সঙ্গে ম্যাগনেটিক কুলার ও Realme Buds T200 Lite বিনামূল্যে দেওয়া হচ্ছে। রিয়েলমির চীনের ওয়েবসাইট থেকে এটি কেনা যাবে।
Realme GT 7 এর স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি জিটি ৭ এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১,৮০০ নিট। এতে HDR এবং ১০-বিট কালার সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ১২ জিবি/ ১৬ জিবি LPDDR5X র্যাম এবং ২৫৬ জিবি থেকে ১ টিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 7 স্মার্টফোনে দেওয়া হয়েছে ৭,২০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। কোম্পানির দাবি মাত্র ১ মিনিটে এর ব্যাটারি ৫% চার্জ হবে। ডিভাইসটি IP69 রেটিং সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX896 সেন্সর), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।