Realme GT 7: লঞ্চের আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম, ৭০০০mAh ব্যাটারিতে ২৪ ঘণ্টা নন-স্টপ সিনেমা

রিয়েলমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চের আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লো। আগামী ২৭ মে ডিভাইসটি ভারতে লঞ্চ হবে। তার আগে শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারির সাহায্যে এই ফোনে টানা ২৪ ঘণ্টা নন-স্টপ সিনেমা দেখা যাবে বলে নিশ্চিত করা হয়েছে, যা একটি বিশ্ব রেকর্ড।

এই রেকর্ড গড়ার ইভেন্টটি অনুষ্ঠিত হয় ‘Endless Power Journey’ নামের একটি ইউরোপিয়ান ক্রুজ ইভেন্টে, যার শুরু হয়েছিল ইতালির রোম শহর থেকে এবং আসল লাইভস্ট্রিমিং ভেন্যু ছিল চীনের শেনঝেন। ২২ মে রাত ৯:৩০ (IST) থেকে শুরু হওয়া এই চ্যালেঞ্জ শেষ হয় ২৩ মে একই সময়ে, এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ তখন অফিসিয়ালি এটি একটি নতুন রেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়।

রেকর্ড গড়ার পিছনে Realme GT 7-এর পাওয়ারফুল Titan ব্যাটারি প্রযুক্তি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে ১২০ ওয়াট আল্ট্রা-ফাস্ট চার্জিং সাপোর্ট, যা দ্রুত চার্জের পাশাপাশি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে।

রিয়েলমি GT 7 সিরিজের ফিচার

রিয়েলমি জিটি ৭ সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ করতে চলেছে – Realme GT 7, GT 7 Dream Edition, এবং GT 7T। এই সিরিজের ফোনগুলোতে থাকছে নতুন ডিজাইন, উন্নত কুলিং সিস্টেম এবং শক্তিশালী পারফরম্যান্স। GT 7 এবং GT 7T বাজারে আসবে দুটি আকর্ষণীয় কালারে – আইস সেন্স ব্ল্যাক এবং আইস সেন্স ব্লু। GT 7T-এর জন্য থাকবে অতিরিক্ত রেসিং ইয়েলো রঙের অপশন।

এর সামনে ৬.৭৮ ইঞ্চি LTPS AMOLED ডিসপ্লে দেখা যাবে, যার রেজোলিউশন ১.৫কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেট দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য GT 7-এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর এবং সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।