Realme Narzo 80x 5G কেনার সেরা সুযোগ, 2500 টাকা ডিসকাউন্টে 6000mAh ব্যাটারির স্মার্টফোন

যারা এই মুহূর্তে বাজেট-ফ্রেন্ডলি 5G স্মার্টফোন খোঁজ করছেন তাদের জন্য সুখবর। ভারতে Realme Narzo 80x 5G ডিভাইসটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে। Amazon থেকে এই হ্যান্ডসেটটি ১১,৪৯৯ টাকায় কিনতে পারে। এর সাথে ব্যাঙ্ক অফার, নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। আর ফিচার হিসেবে এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

Realme Narzo 80x 5G এর দাম ও অফার

রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ভারতে ১৩,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন ২,৫০০ টাকা ডিসকাউন্টে এটি মাত্র ১১,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্য ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এটি ইএমআই অফারেও কেনা যাবে।

Realme Narzo 80x 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

Realme Narzo 80x 5G এর সামনে দেখা যাবে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৯৫০ নিটস ব্রাইটনেস সপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে। আর ডাইনামিক র‍্যাম ফিচারের মাধ্যমে এর মোট র‍্যাম ১৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে। আর সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট SuperVOOC চার্জিং সাপোর্ট করবে। এতে ধুলো ও জল প্রতিরোধী আইপি৬৯ রেটিং উপস্থিত।