শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 15 5G। তবে এই ফোনটির পাশাপাশি এর 4G ভার্সনও এদেশে আসতে পারে। রিপোর্ট কে বিশ্বাস করলে, এই ডিভাইসটির দাম তুলনামূলকভাবে কম রাখা হবে এবং 5G মডেলের মতো এতে নজরকাড়া ফিচার থাকবে না। যদিও উভয় স্মার্টফোনের ডিজাইন প্রায় একই থাকবে। আজ একটি ইউরোপের রিটেল সাইট থেকে Redmi 15 4G মডেল সম্পর্কে এই তথ্যগুলি সামনে এসেছে।
রিটেল সাইট অনুযায়ী, ইউরোপে Redmi 15 4G এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে প্রায় ১৮৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৭০০ টাকা)। ফোনটির অন্য কোনো স্টোরেজ অপশনের কথা জানা যায়নি। এটি মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি পার্পল ও টাইটান গ্রে কালার অপশনে পাওয়া যাবে।
এবার আসি স্পেসিফিকেশনের কথায়। রেডমি ১৫ ৪জি ফোনের সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে থাকবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 15 4G স্মার্টফোনে দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর ওজন হবে ২২৪ গ্রাম। এর অন্য ফিচারগুলির মধ্যে থাকবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২.০ কাস্টম স্কিন, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, এনএফসি এবং IP64 রেটিং।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.