Xiaomi শীঘ্রই নতুন দুটি বাজেট স্মার্টফোন Redmi 15C এবং Poco C85 বাজারে আনছে। সম্প্রতি ডিভাইস দুটি GSMA IMEI ডেটাবেসে উপস্থিত হয়েছে। ডেটাবেস থেকে জানা গেছে, এই দুই ডিভাইসের একাধিক রিজিওনাল ভ্যারিয়েন্ট থাকবে, যেমন গ্লোবাল, ইউরোপ ইত্যাদি। আর Redmi 15C এবং Poco C85 এর মডেল নম্বরগুলি (যেমন: 25078RA3EA) দেখে অনুমান করা হচ্ছে, স্মার্টফোন দুটি সম্ভবত ২০২৫ সালের জুলাই মাসে লঞ্চ হতে চলেছে।
রেডমি ১৫সি ডিভাইসটি ডেটাবেসে চারটি মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে, যেগুলি হল – 25078RA3EA, 25078RA3EY, 25078RA3EL ও 25078RA3EE। অন্যদিকে পোকো সি৮৫ উপস্থিত হয়েছে 25078PC3EE ও 25078PC3EG মডেল নম্বরের সাথে। প্রতিটি মডেল নম্বরের সামনের দুটি নম্বর ২৫ সালকে বোঝাচ্ছে। আর পরের দুটি নম্বর জানান দিচ্ছে রেডমি ১৫সি ও পোকো সি৮৫ জুলাইয়ে বাজারে আসতে পারে, সম্ভাব্য তারিখ ৮ জুলাই।
যদিও এখনও পর্যন্ত শাওমি বা এর সাব-ব্র্যান্ড পোকো ও রেডমির তরফে এদের লঞ্চের তারিখ বাপ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে পুরানো ট্র্যাক রেকর্ড দেখে বলা যায় এই ফোনগুলি IPS LCD ডিসপ্লে আসবে এবং পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেকের হেলিও জি৯৯ বা এই ধরনের কোনও এন্ট্রি-লেভেল চিপসেট।
ফোনগুরি LPDDR4X র্যাম সহ আসবে, আর স্টোরেজ হিসেবে থাকতে পারে eMMC 5.1। আর Redmi 15C ও Poco C85 পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যা ১৮ ওয়াট বা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।
আর খুব সম্ভবত, একই ডিভাইসকে দুইটি ব্র্যান্ডে রিব্র্যান্ড করে বাজারে আনা হবে। শাওমি এর আগেও এই কাজ করেছে। Redmi আর Poco সিরিজের ফোনের মধ্যে ফিচারে মিল থাকা খুব সাধারণ ব্যাপার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.