Redmi আনছে ৮ জিবি র্যামের নতুন স্মার্টফোন, বিশ্ব বাজারে লঞ্চের আগে পেল IMDA থেকে অনুমোদন

রেডমি এখন বেশ কয়েকটি স্মার্টফোন নিয়ে কাজ করছে। যার মধ্যে একটি Redmi ফোনকে সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি বা IMDA সার্টিফিকেশন ডেটাবেসে খুঁজে পাওয়া গেল। এর মডেল নম্বর 25062RN2DA। এর ফলে আশা করা যায় সিঙ্গাপুর সহ আন্তর্জাতিক বাজারে ডিভাইসটির লঞ্চ প্রায় নিশ্চিত। যদিও এর নাম এখনও জানা যায়নি।
Redmi 25062RN2DA সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে
আইএমডিএ সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, আসন্ন এই রেডমি ফোনে ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করবে। পাশাপাশি এর মডেল নম্বর সার্টিফিকেশন সাইটে উল্লেখ আছে। তবে ডিভাইসটির নাম এখনো প্রকাশ্যে আসেনি। যদিও আমাদের বিশ্বাস শীঘ্রই অন্য কোনো সার্টিফিকেশন সাইট থেকে এর নাম সহ অন্যান্য তথ্য সামনে আসবে।
এদিকে জানিয়ে রাখি, এই রেডমি ফোনের আরও দুটি ভ্যারিয়েন্ট, 25062RN2DL এবং 25062RN2DY মডেল নম্বর সহ আগেই এফসিসি ও ইইসি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল। এফসিসি ডেটাবেস থেকে জানা যায়, এই মডেলে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই ৫ (২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ), ব্লুটুথের একাধিক ভার্সন (বিআর, ইডিআর, এলই) সাপোর্ট করবে। এটি HyperOS 2.0 কাস্টম স্কিনে চলবে।
এই Redmi ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে
এফসিসি থেকে জানা গেছে, রেডমি স্মার্টফোনটি ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
আপাতত ডিভাইসটি সম্পর্কে এই তথ্যগুলিই জানা গেছে। আশা করা হচ্ছে এটি একটি বাজেট রেঞ্জের Redmi ফোন হবে। কারণ এই রেঞ্জে ব্র্যান্ডটি বেশিরভাগ স্মার্টফোন বাজারে আনে। তবে এর ক্যামেরা ও প্রসেসর সম্পর্কিত তথ্য সামনে না আসা পর্যন্ত এই সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।